আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: শ্রমিক সংকট মোকাবিলায় বৈধ অভিবাসন বাড়াতে ৩ বছরের জন্য নতুন পরিকল্পনা নিয়েছে ইতালি।
সোমবার (৩০ জুন) ইতালির সরকার জানিয়েছে, ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর নাগরিকদের জন্য প্রায় ৫ লাখ নতুন 'ওয়ার্ক ভিসা' দেওয়া হবে।
মন্ত্রিসভার এক বিবৃতিতে জানানো হয়, ২০২৬ সালে ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জন অভিবাসীকে কাজের সুযোগ দেওয়া হবে। এরপর ধাপে ধাপে সংখ্যা বাড়িয়ে ২০২৮ সাল পর্যন্ত মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জনকে ইতালিতে কাজের অনুমতি দেওয়া হবে।
ইতালির সরকার বলছে, দেশটিতে শ্রমিকের ঘাটতি মেটাতে এবং বৈধ পথে অভিবাসন বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিদেশি শ্রমিকদের জন্য নতুন করে কর্মসংস্থানের অনুমতি দিচ্ছে ইতালি। ক্ষমতায় আসার পর এটি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দ্বিতীয় এমন উদ্যোগ। প্রায় তিন বছর আগে ডানপন্থি জোটের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি একদিকে যেমন অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন, অন্যদিকে নিয়ন্ত্রণের মধ্যে রেখে বৈধ শ্রমিক আনার পথ খুলে দিয়েছেন।
সরকার জানিয়েছে, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি বিদেশিকে কাজের অনুমতি দেওয়ার পরিকল্পনা আগে থেকেই নেওয়া হয়েছে। এবার নতুন করে আরও কিছু নিয়ম চালু করা হচ্ছে যাতে বিদেশি কর্মীরা বৈধভাবে ইতালিতে কাজ করতে আসতে পারেন।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, 'বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও শ্রমিক সংগঠনের চাহিদা এবং গত কয়েক বছরে কর্মসংস্থান অনুমতির জন্য জমা পড়া আবেদনপত্র বিশ্লেষণ করেই এই কোটা নির্ধারণ করা হয়েছে। এতে ব্যবসার প্রয়োজন মেটানো সম্ভব হবে এবং বাস্তবসম্মত একটি পরিকল্পনাও বাস্তবায়ন হবে।'
ইতালির জনসংখ্যা দিন দিন কমছে। দেশটির প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে, শিশু জন্মহার কমছে। ২০২৪ সালে মৃত্যুর সংখ্যা জন্মের তুলনায় ২ লাখ ৮১ হাজার বেশি ছিল। সেই বছর দেশটির মোট জনসংখ্যা ৩৭ হাজার কমে দাঁড়ায় ৫ কোটি ৮৯ লাখ ৩০ হাজারে। এই পরিস্থিতি সামাল দিতে বিদেশি শ্রমিকের প্রয়োজন ক্রমেই বাড়ছে।
কৃষিখাতে কর্মী সংকট মোকাবিলায় সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে কৃষি লবি গ্রুপ কোলদিরেত্তি। তারা বলেছে, এই সিদ্ধান্ত মাঠে শ্রমিক সরবরাহ নিশ্চিত করতে এবং খাদ্য উৎপাদন ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসি রবিবার ইতালির দৈনিক পত্রিকা লা স্তাম্পা-কে বলেন, 'আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলোর জন্য বৈধ অভিবাসনের পথ চালু রাখতে সরকার নিরলসভাবে কাজ চালিয়ে যাবে।'
দেশটিতে বর্তমানে জনসংখ্যার পতন ঠেকাতে এবং জনসংখ্যা ধরে রাখতে হলে ২০৫০ সালের মধ্যে কমপক্ষে ১ কোটি অভিবাসীকে গ্রহণ করতে হবে বলে এক বিশ্লেষণে জানিয়েছে ইতালির একটি গবেষণা প্রতিষ্ঠান 'ওসেরভাতোরিও কন্তি পাবলিচি।
বাংলাফ্লো/আফি
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0