Logo

ইসরায়েলে মাইক্রোসফট অফিসের কাছে বড় বিস্ফোরণ

দক্ষিণ শহরের একটি রাস্তায় বেশ কয়েকটি স্থানে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। এর পাশেই টেক পার্ক এবং মাইক্রোসফট অফিস অবস্থিত।

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিয়ারশেবায় মাইক্রোসফট অফিসের কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সিএনএনের প্রতিনিধিরা এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার (২০ জুন) ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানায়। এর পরই ইসরায়েলের জরুরি পরিষেবাগুলোয় বিয়ারশেবায় আগুন লাগার খবর জানিয়ে কল আসতে শুরু করে। জরুরি সেবাকর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান।

ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম কর্তৃক প্রকাশিত ভিডিও অনুসারে, দক্ষিণ শহরের একটি রাস্তায় বেশ কয়েকটি স্থানে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। এর পাশেই টেক পার্ক এবং মাইক্রোসফট অফিস অবস্থিত।

ইসরায়েল পুলিশ জানিয়েছে, তারা দেশের দক্ষিণ জেলায় খোলা জায়গায় গোলাবারুদ পড়ে যাওয়ার খবর পেয়েছে। এতে সম্পত্তির ক্ষতি হয়েছে, তবে হতাহতের কোনো খবর নেই।

বাংলাফ্লো/আফি

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0