জেলা প্রতিনিধি
পাবনা: ঈশ্বরদীতে মাদক বিক্রি করতে নিষেধ করায় দুই তরুণসহ পাঁচজনের বিরুদ্ধে এক বাড়িতে হামলা চালিয়ে মা-মেয়েকে গুলিবিদ্ধ করার অভিযোগ উঠেছে। রবিবার (২৯ জুন) দিবাগত রাতে শহরের পূর্ব নূর মহল্লা বস্তিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন, বুলবুলি বেগম (৬৫) ও তার মেয়ে আলেয়া খাতুন (৪০)। বর্তমানে তারা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম.আব্দুন নূর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহত আলেয়া খাতুন জানান, ঈদের আগে থেকে আসাদুল ও হেলাল নামে দুই তরুণ এলাকায় মাদক বিক্রি করছিল। আমি তাদের নিষেধ করি এবং কান ধরে ওঠবস করাই। এরপর থেকেই বিরোধ শুরু হয়।রবিবার রাতে তারা মোটরসাইকেলে করে পাঁচজন মিলে বাড়িতে হামলা চালায়। এ সময় গুলিবর্ষণ করলে আমার ও আমার মায়ের শরীরে গুলি লাগে।
আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. আফজাল হোসেন বলেন, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য রামেকে পাঠানো হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে আসাদুল, হেলালসহ পাঁচজনকে আসামি করে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাফ্লো/এসকে
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0