Logo

বাড়ল মাস্ক-ট্রাম্পের বিরোধ; ভর্তুকি বন্ধের হুমকি টেসলা ও এক্সের

মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, 'সে (মাস্ক) হতাশ, কারণ তার বৈদ্যুতিক গাড়ি (ইভি) সংক্রান্ত সরকারি আদেশ (ম্যান্ডেট) বাতিল হচ্ছে… সে অনেক কিছু নিয়ে অনেক হতাশ, কিন্তু এসবের চেয়েও অনেক বেশি কিছু হারাতে পারে।'

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: সোমবার (৩০ জুন) আবারও ট্রাম্পের করছাড় ও সরকারি ব্যয়ের বিলের সমালোচনা করেন মাস্ক। ওই বিলের কারণে বৈদ্যুতিক গাড়ি কেনায় যে ভর্তুকি দেওয়া হতো, তা বন্ধ হয়ে যেতে পারে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে মাস্কের কোম্পানি টেসলা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হুমকি দিয়ে বলেছেন, ইলন মাস্কের বিভিন্ন কোম্পানি ফেডারেল সরকার থেকে যে বিপুল পরিমাণ ভর্তুকি পায়, তা বন্ধ করে দেওয়া হতে পারে। বিশ্বের শীর্ষ ধনী মাস্ক একসময় ট্রাম্পের ঘনিষ্ঠ ছিলেন, তবে এখন দুজনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। এরই মধ্যে এই দ্বন্দ্ব নতুন করে প্রকাশ্যে এসেছে।

ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় শত শত মিলিয়ন ডলার ব্যয় করা মাস্ক সোমবার আবারও ট্রাম্পের করছাড় ও সরকারি ব্যয়ের বিলের সমালোচনা করেন। ওই বিলের কারণে বৈদ্যুতিক গাড়ি কেনায় যে ভর্তুকি দেওয়া হতো, তা বন্ধ হয়ে যেতে পারে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে মাস্কের কোম্পানি টেসলা, যা যুক্তরাষ্ট্রের শীর্ষ বৈদ্যুতিক গাড়ি নির্মাতা।

বিতর্কিত সেই বিলটি মঙ্গলবার দুপুরে মাত্র কয়েক ভোটের ব্যবধানে সিনেটে পাস হয়।

মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, 'সে (মাস্ক) হতাশ, কারণ তার বৈদ্যুতিক গাড়ি (ইভি) সংক্রান্ত সরকারি আদেশ (ম্যান্ডেট) বাতিল হচ্ছে… সে অনেক কিছু নিয়ে অনেক হতাশ, কিন্তু এসবের চেয়েও অনেক বেশি কিছু হারাতে পারে।'

এদিকে, যদিও ইলন মাস্ক বহুবার সরকারিভাবে ভর্তুকি বাতিলের পক্ষে মত দিয়েছেন, তার প্রতিষ্ঠান টেসলা বরাবরই পরিচ্ছন্ন পরিবহন ও নবায়নযোগ্য জ্বালানি খাতে কাজ করায় বহু বিলিয়ন ডলারের করছাড় ও অন্যান্য নীতিগত সুবিধা পেয়েছে। এসব প্রকল্পের অনেকগুলোর ওপর ট্রাম্প প্রশাসনের নিয়ন্ত্রণ রয়েছে। প্রস্তাবিত কর বিলের আওতায় ৭,৫০০ ডলারের একটি ভোক্তা করছাড় বাতিলের কথাও রয়েছে, যা ইভি কেনা বা লিজে নেওয়াকে গ্রাহকদের জন্য আরও আকর্ষণীয় করে তুলেছিল।

এই খবরে মঙ্গলবার টেসলার শেয়ারমূল্য ৫ শতাংশেরও বেশি কমে যায়।

টেসলার প্রধান নির্বাহী মাস্ক আবারও হুমকি দিয়েছেন, তিনি নতুন একটি রাজনৈতিক দল গঠনের কথা ভাবছেন এবং সেই সঙ্গে ওই কর বিলকে সমর্থন করা আইনপ্রণেতাদের বিরুদ্ধে অর্থ ব্যয় করবেন; যদিও এর আগে তিনি সরকারিভাবে ব্যয় কমানোর পক্ষে প্রচারণা চালিয়েছেন।

রিপাবলিকানরা আশঙ্কা করছেন, ট্রাম্পের সঙ্গে মাস্কের এই সম্পর্কের টানাপোড়েন ২০২৬ সালের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।

ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট মাস্কের সমালোচনার জবাবে বলেন, 'দেশের অর্থনৈতিক হিসাব আমি ঠিক রাখব।' মাস্ক বলেছিলেন, প্রস্তাবিত কর বিল বাজেট ঘাটতিকে আরও বাড়াবে।

উল্লেখ্য, সরকারি ব্যয় কমাতে গঠিত 'ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি' (ডিওজিই) প্রকল্পের নেতৃত্ব দিচ্ছিলেন মাস্ক। তবে গত মে মাসের শেষ দিকে তিনি এটি থেকে নিজেকে সরিয়ে নেন।

ট্রাম্প মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ মন্তব্য করেন, 'সম্ভবত মাস্কই মানব ইতিহাসে সবচেয়ে বেশি ভর্তুকি পাওয়া ব্যক্তি, এবং তা অনেক বেশি ব্যবধানে। কোনো রকেট উৎক্ষেপণ, স্যাটেলাইট কিংবা বৈদ্যুতিক গাড়ি উৎপাদন না হলে আমাদের দেশ প্রচুর অর্থ সাশ্রয় করত।'

পরে তিনি সাংবাদিকদের উদ্দেশে হেসে বলেন, 'ডিওজিই এখন একটা দানব, যাকে হয়তো ফিরে গিয়ে ইলনকে খেয়ে ফেলতে হবে।'

ট্রাম্পের এসব হুমকির জবাবে মাস্ক তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লেখেন, 'আমি পরিষ্কারভাবে বলছি—সব কিছুর ভর্তুকি বন্ধ করো। এখনই।' পরে আরও যোগ করেন, তিনি চাইলে ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্ব আরও বাড়াতে পারেন, তবে 'এখনই তা থেকে বিরত থাকছেন।'

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইলন মাস্কের বিরোধের ফলে তার ব্যবসায়িক সাম্রাজ্যে নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে। বিশেষ করে টেসলার 'রোবোট্যাক্সি' প্রকল্প, যা বর্তমানে টেক্সাসের অস্টিনে পরীক্ষাধীন, সেটিই মাস্কের মূল সম্পদের বড় উৎস হিসেবে ঝুঁকির মুখে পড়তে পারে। এই রোবোট্যাক্সি চালু করতে রাজ্য ও ফেডারেল সরকারের অনুমোদন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

টেসলা বিনিয়োগকারী প্রতিষ্ঠান 'ডিপওয়াটার অ্যাসেট ম্যানেজমেন্ট'-এর ম্যানেজিং পার্টনার জিন মুনস্টার বলেন, 'টেসলার বাজারমূল্যের বড় অংশই নির্ভর করছে স্বনিয়ন্ত্রিত গাড়ির অগ্রগতির ওপর। আমি মনে করি, এখনই কিছু হবে না, তবে এটাই ঝুঁকি।'

বিশ্লেষকরা মনে করছেন, টেসলার দ্বিতীয় প্রান্তিকের গাড়ি সরবরাহের হিসাব (যা বুধবার প্রকাশিত হবে) হতাশাজনক হতে পারে। মঙ্গলবার প্রকাশিত তথ্যে দেখা যায়, ইউরোপের বড় বাজারগুলোতে টেসলার গাড়ি বিক্রির চিত্র মিশ্র। মাস্কের কট্টর ডানপন্থী রাজনীতির প্রতি সমর্থন বিভিন্ন দেশে ক্রেতাদের টেসলা থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য করেছে। বছরের শুরুতে জেপি মরগানের বিশ্লেষকরা জানিয়েছিলেন, ট্যাক্স ক্রেডিট বাতিল হলে টেসলার আয় ১.২ বিলিয়ন ডলার কমে যেতে পারে, যা ২০২৪ সালের 'অপারেটিং ইনকাম'-এর প্রায় ১৭ শতাংশ।

'ইলেকট্রিফিকেশন কোয়ালিশন' নামের একটি ইভি-সমর্থক সংগঠন মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদকে অনুরোধ করেছে যেন সিনেটের প্রস্তাবিত কর বিল সংশোধন করা হয়। এদিন ছোট ইভি কোম্পানি রিভিয়ান ও লুসিডের শেয়ারমূল্য যথাক্রমে ২ শতাংশ ও ৩.৮ শতাংশ কমে যায়।

'ফিউচার ফান্ড'-এর অর্থ ব্যবস্থাপক ও দীর্ঘদিনের টেসলা বিনিয়োগকারী গ্যারি ব্ল্যাক সম্প্রতি টেসলার শেয়ার বিক্রি করে দিয়েছেন, কারণ গাড়ি বিক্রি কমে গেছে। তিনি রয়টার্সকে বলেন, আবার কবে বিনিয়োগ করবেন, তা ভাবছেন। তবে ইভি ট্যাক্স ক্রেডিট বাতিল হলে টেসলার জন্য তা ক্ষতিকর হবে।

এক্স-এ আলাদা এক পোস্টে তিনি লিখেছেন, 'বুঝতে পারছি না কেন ইলন মাস্ক আগেভাগে ভাবেননি যে ট্রাম্পের বিলের বিরুদ্ধে কথা বললে এমনটা হতে পারে।

এদিকে মাস্কের স্পেসএক্স প্রতিষ্ঠান সরকারের কাছ থেকে প্রায় ২২ বিলিয়ন ডলারের চুক্তি পেয়েছে।

গত জুনের শুরুতে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, মাস্কের সরকারি চুক্তিগুলো কাটছাঁট করা হতে পারে। কারণ কর বিল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সম্পর্ক রীতিমতো সংঘাতে রূপ নেয়।নিরপেক্ষ বিশ্লেষকরা মনে করছেন এই বিলটি যুক্তরাষ্ট্রের ওপর প্রায় ৩ ট্রিলিয়ন ডলার অতিরিক্ত ঋণের বোঝা চাপাতে পারে বলে।

সূত্র: রয়টার্স

বাংলাফ্লো/আফি  

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0