Logo

মহাকাশ স্টেশনে অক্সিজেন লিকেজ: ঝুঁকিতে আছেন চার নভোচারী

মিশনের চার সদস্যের মধ্যে আছেন অভিজ্ঞ মার্কিন নভোচারী পেগি হুইটসন এবং আরও তিনজন প্রথমবারের মতো মহাকাশে যাওয়া নভোচারী — ভারতের শুভাংশু শুক্লা, পোল্যান্ডের স্লাওস উজনানস্কি-ভিসনিয়েভস্কি ও হাঙ্গেরির টিবর কাপু।

ছবি সংগৃহীত

টেকনোলজি ডেস্ক

ঢাকা: চারজন নভোচারীকে নিয়ে একটি বেসরকারি মহাকাশযান আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (ISS) উদ্দেশ্যে যাত্রা করার সময়েই মহাকাশ স্টেশনের এক পুরনো সমস্যা নতুন করে উদ্বেগের কারণ হয়ে উঠেছে — এবং তা হলো অক্সিজেন লিকেজ ।

আজ বুধবার (২৫ জুন) ভোরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (ISS) উদ্দেশ্যে যাত্রা করেছে মহাকাশযানটি।

\অ্যাক্সিয়ম স্পেস মিশন-৪ (Ax-4)\ নামের এই মিশনটি ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্থানীয় সময় রাত ২:৩২ মিনিটে সফলভাবে উৎক্ষেপণ করা হয়। মিশনটি পরিচালনা করছে যুক্তরাষ্ট্রের কোম্পানি অ্যাক্সিয়ম স্পেস ও স্পেসএক্স।

মিশনের চার সদস্যের মধ্যে আছেন অভিজ্ঞ মার্কিন নভোচারী পেগি হুইটসন এবং আরও তিনজন প্রথমবারের মতো মহাকাশে যাওয়া নভোচারী — ভারতের শুভাংশু শুক্লা, পোল্যান্ডের স্লাওস উজনানস্কি-ভিসনিয়েভস্কি ও হাঙ্গেরির টিবর কাপু। এই তিনজন নিজ নিজ দেশের হয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাচ্ছেন।

গত কয়েক বছর ধরেই মহাকাশ স্টেশনের রাশিয়া-নিয়ন্ত্রিত ‘জভেজদা’ (Zvezda) নামের অংশ থেকে সামান্য পরিমাণে অক্সিজেন লিকেজ হচ্ছিল। এই জায়গাটি সাধারণত বন্ধই রাখা হয়। সম্প্রতি দেখা গেছে, হঠাৎ করে সেই লিকেজ থেমে গেছে।

বিজ্ঞানীরা বলছেন, এটা ভালো খবর হতে পারে — হয়তো আগে করা মেরামত কাজ করেছে। আবার এটাও হতে পারে, এখন ভেতরের অন্য কোনো জায়গায় নতুন লিকেজ হচ্ছে, যেখান দিয়ে স্টেশনের ভেতরের বাতাস বের হয়ে যাচ্ছে।

এই পরিস্থিতিতে নাসা ও রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস একসঙ্গে বিষয়টি যাচাই করছে। তবে দুই পক্ষের মতভেদও আছে। রাশিয়া বলছে, “সব ঠিক আছে, সমস্যা নেই।” নাসা এতে পুরোপুরি আশ্বস্ত নয়।

এখনো পর্যন্ত ফাঁসের সঠিক কারণ কিংবা ভবিষ্যতে এর কী প্রভাব পড়বে, তা নিশ্চিত করে কেউ বলতে পারছে না।

Ax-4 মিশনের নভোচারীরা প্রায় দুই সপ্তাহ মহাকাশে অবস্থান করবেন এবং প্রায় ৬০টি বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করবেন। এরপরে তারা পৃথিবীতে ফিরে আসবেন।

অন্যদিকে, আগামী মাসে NASA ও SpaceX-এর আরও একটি বড় মিশন (Crew-11) মহাকাশে পাঠানোর পরিকল্পনা রয়েছে। এ দলে থাকবেন যুক্তরাষ্ট্র, জাপান ও রাশিয়ার নভোচারীরা।

মহাকাশ স্টেশনে অক্সিজেন লিকেজের এই সমস্যা আপাতত নিয়ন্ত্রণে থাকলেও, এটি ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হয়ে রইলো। বিজ্ঞানীরা এখন পুরো স্টেশন পর্যবেক্ষণে রেখেছেন এবং সমস্যা সমাধানে কাজ চালিয়ে যাচ্ছেন।

সূত্র: সিএনএন প্রতিবেদন

বাংলাফ্লো/আফি

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0