আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলার ঘটনায় আরব বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্র সৌদি আরব ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে জানায়, ‘বন্ধুপ্রতীম ইসলামি প্রজাতন্ত্র ইরানে, বিশেষ করে দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তু করে চালানো হামলার ঘটনাপ্রবাহ সৌদি রাজতন্ত্র গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে।’
রিয়াদ উত্তেজনা প্রশমন ও আরও সংঘাত এড়াতে সহনশীলতা অবলম্বন এবং উত্তেজনা প্রশমনে প্রচেষ্টার আহ্বান জানিয়েছে।
রবিবার যুক্তরাষ্ট্রের হামলার পর সৌদি আরব জানায়, পারস্য উপসাগরীয় অঞ্চলে কোনো ধরনের তেজস্ক্রিয়তা বা পারমাণবিক প্রতিক্রিয়া শনাক্ত হয়নি।
এদিকে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা যুক্তরাষ্ট্রের এই হামলাকে ‘বর্বরোচিত হামলা’ বলে আখ্যা দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-র বরাত দিয়ে সংস্থাটি জানায়, এই ‘আইনবহির্ভূত আচরণ’ জাতীয় শিল্পের উন্নয়ন থামাতে পারবে না।
এক বিবৃতিতে সংস্থাটি আরও জানিয়েছে, ‘উল্লেখিত পারমাণবিক স্থাপনাগুলোর আশপাশে বসবাসকারী জনগণের জন্য কোনো ধরনের বিপদের আশঙ্কা নেই।’
এর আগে ইসরাইলের চালানো হামলার পরও পারমাণবিক কেন্দ্রগুলোর আশপাশে পরিবেশে তেজস্ক্রিয়তা ছড়ানোর কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানায় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)।
সূত্র: এএফপি।
বাংলাফ্লো/আফি
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0