আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা নিয়ে এবার মুখ খুলেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা'র।
এক্স-তথা সাবেক টুইটারে দেওয়া এক পোস্টে তিনি বলেন, 'এই সাহসী সিদ্ধান্তের জন্য ট্রাম্প ইতিহাসের পাতায় সোনালি অক্ষরে নিজের নাম লিখে দিয়েছেন।'
তিনি আরও উল্লেখ করেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই 'ঐতিহাসিক পদক্ষেপের' নেতৃত্ব দিয়েছেন।
এদিকে ইরানে বিমান হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, 'আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। আমরা এমনভাবে একসঙ্গে টিম [দল] হিসেবে কাজ করেছি, যেমন আগে হয়তো কেউ কখনও করেনি।'
ট্রাম্প আরও বলেন, 'আমরা ইসরায়েলের প্রতি এই ভয়াবহ হুমকি মুছে দেওয়ার পথে অনেকদূর এগিয়েছি। ইসরায়েলি সামরিক বাহিনীর অসাধারণ কাজের জন্য আমি তাদেরও ধন্যবাদ জানাই।'
ইরানে বিমান হামলার পর দেশটিকে আরও কঠোর হুঁশিয়ারি দেন তিনি। তিনি বলেন, 'এখন হয় শান্তি আসবে, নয়তো ইরানের জন্য ট্র্যাজেডি [মর্মান্তিক পরিণতি] অপেক্ষা করছে—যা গত আট দিনে যা ঘটেছে, তার চেয়েও অনেক ভয়াবহ।'
উল্লেখ্য, মার্কিন বাহিনী ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা—নাতাঞ্জ, ইসফাহান ও ফোরদোতে হামলা চালায় আজ।
বাংলাফ্লো/আফি
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0