Logo

যশোরের শার্শা সীমান্তে বিদেশি পিস্তল সহ দুই অস্ত্র ব্যবসায়ী আটক

বিজিবি জানায়, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ভারত থেকে অস্ত্রের একটি চালান পাচার হয়ে বাংলাদেশে আসবে।

প্রতীকী ছবি

বাংলাফ্লো প্রতিনিধি

বেনাপোল: বৃহস্পতিবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে ২টি নাইন এমএম বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের পাঁচভুলোট ক্যাম্পের বিজিবি সদস্যরা।

আটকরা হলো- যশোর জেলার শার্শা উপজেলার গোগা ইউনিয়নের পাঁচভুলোট গ্রামের রবিউল ইসলামের ছেলে মো. ইছাহাক (৪৫) এবং একই এলাকার মৃত ইমাম আলীর ছেলে মো. আব্দুল মজিদ (৪২)।

বিজিবি জানায়, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ভারত থেকে অস্ত্রের একটি চালান পাচার হয়ে বাংলাদেশে আসবে। এ ধরনের সুনির্দিষ্ট সংবাদের ভিত্তিতে শার্শার পাঁচভুলোট গ্রামের ইছাহাক ও মজিদের বাড়িতে অভিযান চালিয়ে প্রত্যেকের বাড়ি থেকে এক একটি করে বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ সময় ইছাহাক ও মজিদকে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।

অস্ত্রের চালান এবং আসামি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার পিএসসি ইঞ্জিনিয়ার্স।এ বিজিবি কর্মকর্তা জানান আসামি ইছাহাক ও মজিদের নামে অবৈধভাবে অস্ত্র রাখার অপরাধে অস্ত্রের চালান এবং তাদের শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাফ্লো/আফি

Leave a Comment

Comments 0