Logo

অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছে ইউআইইউ’র শিক্ষার্থীরা

সন্ধ্যা ৬টার দিকে সংবাদ সম্মেলনে তারা অবস্থান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিলে রাজধানীর নতুনবাজার মোড়ে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

ছবি : সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা:  পাঁচ দফা দাবিতে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিত করেছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা।

শনিবার (২১ জুন) সন্ধ্যা ৬টার দিকে সংবাদ সম্মেলনে তারা অবস্থান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিলে রাজধানীর নতুনবাজার মোড়ে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থী প্রতিনিধি ফয়সাল জানান, ‘রাত ৮টার মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি বহিষ্কারাদেশ প্রত্যাহার না করে, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাবো।’

তিনি আরও জানান, রবিবার (২২ জুন) সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন ও নতুনবাজার মোড়ে আমরণ অনশন শুরু করা হবে।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে নতুনবাজার মোড়ে সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন ইউআইইউ শিক্ষার্থীরা। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

পরে বেলা ১১টার দিকে শিক্ষার্থীদের সরিয়ে দিতে চেষ্টা করে ভাটারা থানা পুলিশ। আন্দোলনকারীদের দাবি, পুলিশের অভিযানে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। কিছু সময়ের জন্য ছত্রভঙ্গ হলেও পরে শিক্ষার্থীরা পুনরায় সড়ক অবরোধে ফিরে আসেন।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0