Logo

রাশিয়া ছাড়ছেন মার্কিন রাষ্ট্রদূত লাইনি ট্রেসি

সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে নিয়োগ পেয়েছিলেন ট্রেসি।

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: রাশিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লাইনি ট্রেসি রাশিয়া ত্যাগ করছেন। দুদেশের চূড়ান্ত বৈরী সম্পর্ক পূর্ণ সময়ে দায়িত্ব পালন করেছেন বলে মন্তব্য করেছেন ট্রেসি।

তার দূতাবাস থেকে শুক্রবার (২৭ জুন) জানানো হয় এই খবর।  

ট্রেসির বরাতে দূতাবাস থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, চ্যালেঞ্জিং এক সময়ে মস্কোতে নিজ দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি গর্বিত। এখন আমি রাশিয়া ছাড়ছি। তবে আমি জানি, আমার দূতাবাসের সহকর্মীবৃন্দ দুদেশের সম্পর্ক উন্নয়নে এবং রুশ জনগণের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে সদা সচেষ্ট থাকবেন।

সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে নিয়োগ পেয়েছিলেন ট্রেসি। দুদেশের দীর্ঘদিনের সম্পর্কের তিক্ততা কমাতে সে সময় কিছুটা অগ্রগতি অর্জনের চেষ্টা করছিল মার্কিন প্রশাসন। তবে ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রেক্ষাপটে সেই সম্পর্কে আবারও বৈরিতা বৃদ্ধি পেতে থাকে।

ট্রেসির বিদায় এমন এক সময়ে ঘটছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ শেষ করতে শান্তি চুক্তির প্রস্তাব দিয়ে বারবার চেষ্টা করলেও একটি কার্যকর অস্ত্রবিরতি এখনও আসেনি। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে রাশিয়ার সঙ্গে বড় অঙ্কের বিনিয়োগ চুক্তি হতে পারে।

রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়ে ২০২৩ সালের জানুয়ারিতে মস্কো পৌঁছানোর পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরিচয়পত্র পেশ করতে গেলে তাকে আমেরিকাবিরোধী স্লোগানে বিক্ষোভের মুখে পড়তে হয়।

তার দায়িত্বকালজুড়ে তিনি বিশেষভাবে যুক্ত ছিলেন রাশিয়ায় আটক মার্কিন নাগরিকদের মুক্তির প্রচেষ্টায়, যার মধ্যে ছিলেন সাংবাদিক ইভান গার্শকোভিচ ও সাবেক মেরিন সদস্য পল হুয়েলান। উভয়কেই ২০২৪ সালের আগস্টে একটি বৃহৎ পূর্ব-পশ্চিম বন্দি বিনিময়ের মাধ্যমে মুক্ত করা হয়।

ট্রেসির উত্তরসূরি এখনও সরকারিভাবে ঘোষণা করা হয়নি বলে মার্কিন দূতাবাস জানিয়েছে।

সূত্র: ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স

বাংলাফ্লো/আফি

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0