আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: ইরান ও ইসরায়েলের মধ্যে টানা কয়েকদিনের সংঘাতে উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য। উভয় দেশই পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে এবং এতে ঘটছে প্রাণহানির ঘটনাও। এমনকি প্রাণঘাতী এই সংঘাতে জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্রও। এমন অবস্থায় ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
শুক্রবার (২০ জুন) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
ইরান-ইসরায়েল সংঘাতে নাক গলানোর ব্যাপারে লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন হুমকির তোয়াক্কা না করে অবস্থা বুঝে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে হিজবুল্লাহ।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে হিজবুল্লাহর বর্তমান নেতা শেখ নাইম কাসেম বলেছেন, ইরানে যা চলছে, সেটা ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের মিলিত বর্বর আগ্রাসন ছাড়া কিছু নয়। এখানে তারা নিরপেক্ষ থাকবে না। তারা নিজেদের বিবেচনা অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।
সিরিয়ায় বিশেষ মার্কিন প্রতিনিধি টম ব্যারাকের বক্তব্যের জবাবে ওই বিবৃতি দেন কাসেম। চলমান সংঘাতে হিজবুল্লাহকে জড়ানোর বিষয়ে প্রচ্ছন্ন হুমকি দিয়েছে ব্যারাক বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আমি স্পষ্ট করে বলতে চাই, ইরান-ইসরায়েল সংঘাতে হিজবুল্লাহর কোনও রকম হস্তক্ষেপ হবে খুবই, খুবই, খুবই বাজে সিদ্ধান্ত। প্রেসিডেন্ট তার অবস্থানে খুব পরিষ্কার।
ইসরায়েলের সঙ্গে বিভিন্ন ইস্যুতে সময়ে সময়ে সংঘাতে জড়িয়েছে হিজবুল্লাহ। কিছুদিন আগে, ব্যাপক ইসরায়েলি অভিযানে দলটির নেতৃত্ব প্রায় ভেঙে পড়লেও এখনও তাদের হুমকি মনে করে তেল আবিব।
ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি তেহরানের সঙ্গে সুর মিলিয়ে ইসরায়েলের অস্তিত্বের অধিকার অস্বীকার করে থাকে। ফলে, স্বাভাবিকভাবেই, ইসরায়েল ও তার ঘনিষ্ঠ পশ্চিমা মিত্ররা হিজবুল্লাহকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে।
বাংলাফ্লো/আফি
Comments 0