নিজস্ব প্রতিবেদক: ঢাকার আশুলিয়ার নয়ারহাট বাজারে এক সোনা ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে সোনা ও টাকা ছিনতাইয়ের মর্মান্তিক ঘটনা ঘটেছে। গতকাল রবিবার রাতে এই হামলার শিকার হন দিলীপ কুমার দাস (৪৮)। আহত অবস্থায় তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
নিহত দিলীপ কুমার দাস আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের বাসিন্দা এবং নয়ারহাট বাজারের দিলীপ স্বর্ণালয়ের মালিক ছিলেন। তার স্বজন খোকন সরকার জানান, রাত সাড়ে ৮টার দিকে দোকান বন্ধ করার সময় তিন ছিনতাইকারী দিলীপের হাতে থাকা ব্যাগ টান দেয়। ব্যাগ না ছাড়ায় তারা তাকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপায়। এতে তার বুকে ও চোয়ালে আঘাত লাগে এবং ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী সরস্বতী দাস বলেন, “আমার স্বামী প্রতিদিন রাত ৯টার মধ্যে বাড়ি ফেরেন। আজ (গতকাল) বাসায় ফেরার পথে তাকে কুপিয়ে হত্যা করা হয়। সঙ্গে থাকা ২০ থেকে ২৫ ভরি সোনা ও টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।”
এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেরাজুর রেহান পাভেল জানান, দিলীপের বুকে বড় ক্ষত, গালের ডান পাশে ও পিঠে আঘাতের চিহ্ন ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। দ্রুত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই ঘটনায় তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার দ্রুত বিচার ও ন্যায়বিচারের দাবি জানিয়েছে।