Logo

"বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক হিসেবে না দেখে": ভারত

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর সম্প্রতি ওমানের রাজধানী মাস্কাটে ভারত মহাসাগর সম্মেলনের (আইওসি) পার্শ্ববৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর সম্প্রতি ওমানের রাজধানী মাস্কাটে ভারত মহাসাগর সম্মেলনের (আইওসি) পার্শ্ববৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে একথা বলেন। তিনি জানান, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ সন্ত্রাসবাদকে স্বাভাবিক হিসেবে না দেখে।

এ বিষয়টি আজ শুক্রবার নয়াদিল্লিতে সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের কাছে তুলে ধরেন।

মাস্কাটে বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সার্ককে কার্যকর করার জন্য উদ্যোগ নেওয়ার কথা বলা হয়। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, \দক্ষিণ এশিয়ার সব রাষ্ট্র জানে, কোন দেশ সার্কের কার্যক্রম বাধাগ্রস্ত করছে।\

এস. জয়শঙ্কর বাংলাদেশে সন্ত্রাসবাদকে স্বাভাবিকীকরণ না করার বিষয়ে ভারতের উদ্বেগের কথা জানান। রণধীর জয়সওয়াল বলেন, “এটা গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ সন্ত্রাসবাদকে স্বাভাবিক না করে তোলে।”

সংবাদ ব্রিফিংয়ে আরও জানানো হয়, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এস. জয়শঙ্করও বৈঠকের বিষয়ে এক্স (সাবেক টুইটার) মাধ্যমে জানিয়েছিলেন, সেখানে দুই দেশের সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে।

এছাড়া, বাংলাদেশ পররাষ্ট্র উপদেষ্টা গঙ্গা নদীর পানি চুক্তির নবায়ন নিয়ে আলোচনা এবং সার্কের স্ট্যান্ডিং কমিটির সভা আয়োজনের জন্য ভারতের কাছে অনুরোধ করেন।