Logo

জুলাই অভ্যুত্থানে শহীদ সেলিমের নবজাতক কন্যা বাবাকে দেখার সুযোগ পেলো না

জুলাই অভ্যুত্থানে শহীদ সেলিমের নবজাতক কন্যা বাবাকে দেখার সুযোগ পেলো না

সেলিমের নবজাতক কন্যা - (ছবি:সংগৃহিত)

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলার মল্লিকপুর গ্রামের শহীদ সেলিম তালুকদারের স্ত্রী সুমী আক্তার গতকাল শনিবার রাতে একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। গত বছর ১৮ জুলাই রাজধানীর মধ্যবাড্ডায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে সেলিম মারা যান। তাঁর মৃত্যুর সাত মাস পর জন্ম নেওয়া নবজাতকটি কখনোই বাবাকে দেখতে পাবে না।

সুমী আক্তার বলেন, ‘আমার স্বামী শহীদ হয়েছেন। তাঁর স্মৃতি হিসেবে এই সন্তানই আমার কাছে রয়ে গেল। আমি চাই, আমার সন্তান যেন কখনো কারও কাছে হাত না পাতে। আমি যত দিন বাঁচব, শহীদ সেলিমের স্ত্রী পরিচয় নিয়েই বাঁচতে চাই।’

সেলিম তালুকদার বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি থেকে স্নাতক সম্পন্ন করে নারায়ণগঞ্জের একটি বেসরকারি প্রতিষ্ঠানে সহকারী মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত ছিলেন। ২০২৩ সালের ৪ আগস্ট সেলিম ও সুমীর বিয়ে হয়।

সেলিমের মা সেলিনা বেগম বলেন, ‘যদি সেলিম বেঁচে থাকত, প্রথম সন্তানের জন্মে কত আনন্দ পেত! কিন্তু সে তা দেখার সুযোগ পেল না।’ তিনি রাষ্ট্রের কাছে সেলিম তালুকদারের যথাযথ স্বীকৃতি ও সম্মাননার দাবি জানান।

ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, ‘শহীদ সেলিম তালুকদারের পরিবারের জন্য আজ এক আবেগঘন দিন। সেলিমের এই আত্মত্যাগের কথা আমরা কখনো ভুলব না। আমরা সবাই সৃষ্টিকর্তার কাছে তাঁর পরিবারের কল্যাণ ও নবজাতকের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করছি।’