আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: জেলেনস্কি ঠিকই বোঝেন যে বিজয় দিবসে সত্যিকারের উসকানিমূলক কোনো ঘটনা ঘটলে, ১০ মে দেখার জন্য কিইভ জীবিত থাকবে তার নিশ্চয়তা কেউ দিতে পারবে না বলে মন্তব্য করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ।
নিজের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে শনিবার (৩ মে) তিনি এ হুমকি দেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স
মেদভেদেভ বলেন,ইউক্রেইন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিমাদের বিরুদ্ধে নিয়মিত আক্রমণাত্মক কথা বলে যাওয়া এ রুশ কর্মকর্তা।
তিনি বলেন, ইউক্রেইন যদি ৯ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস উদ্যাপনকালে মস্কোতে হামলা চালায় তাহলে কিইভ ১০ মে দেখতে পাবে এমন নিশ্চয়তা কেউ দিতে পারবে না।
গত সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন ও এর মিত্রদের বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে মে-তে তিনদিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন।
৮ থেকে ১০ মে ৭২ ঘণ্টার এ যুদ্ধবিরতি হবে বলে পরে ক্রেমলিন জানায়। এর মধ্যে ৯ মে নাৎসি জার্মানির বিরুদ্ধে যুদ্ধজয়ের ৮ দশকপূর্তি অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংসহ অনেক বিশ্বনেতাকে পুতিন মস্কোতে স্বাগত জানাবেন।
মস্কোর তিনদিনের যুদ্ধবিরতি প্রস্তাবের পাল্টায় ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনিও যুদ্ধবিরতির পক্ষে, তবে তার মেয়াদ হতে হবে ৩০ দিন। কিন্তু পুতিন এতে রাজি নন, তিনি চান দীর্ঘমেয়াদী সমঝোতা, স্বল্পকালীন বিরতি নয়।
এর মধ্যে জেলেনস্কি ৯ মে মস্কোতে হামলার পরোক্ষ হুমকিও দিয়ে বসেন।
তিনি বলেন,যুদ্ধের এখন যা পরিস্থিতি, তাতে সেদিন মস্কোতে বিজয় শোভাযাত্রায় অংশ নিতে যাওয়া বিদেশি অতিথিদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না ইউক্রেইন।
রাশিয়ান ফেডারেশনের (রাশিয়ার দাপ্তরিক নাম) ভূখণ্ডে ঘটা কিছুর দায়দায়িত্ব নিতে পারি না আমরা। তারা আপনাদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছি, আমরা আপনাদের (নিরাপত্তার) কোনো ধরনের নিশ্চয়তা দিতে পারবো না,বলেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট।
জেলেনস্কির এমন বক্তব্যকে ‘মৌখিক উসকানি’ অ্যাখ্যা দিয়ে সাবেক রুশ প্রেসিডেন্ট মেদভেদের বলেছেন, কিইভের কাছ থেকে কেউই ৯ মের অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চয়তা চায়নি।
সূত্র:রয়টার্স
বাংলাফ্লো/এসএস
Comments 0