Logo

রাজনীতি থেকে বিদায় নিলেন জাস্টিন ট্রুডো, আর নির্বাচন করবেন না

রাজনীতি থেকে বিদায় নিলেন জাস্টিন ট্রুডো, আর নির্বাচন করবেন না

ডেস্ক রিপোর্ট : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো রাজনীতি থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন। শুক্রবার মন্ট্রিয়লের পাপিন্যূ এলাকায় আয়োজিত এক বিদায়ী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। ট্রুডো জানান, তিনি আর নির্বাচনে অংশ নেবেন না।

ট্রুডো তিনবার মন্ট্রিয়লের পাপিন্যূ এলাকা থেকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছিলেন। তাঁর বিদায়ী অনুষ্ঠানে লিবারেল পার্টির সদস্যরা অশ্রুসিক্ত চোখে তাঁকে বিদায় জানান। ট্রুডো তাঁর রাজনৈতিক জীবনকে স্মরণীয় করে রেখেছেন একজন সজ্জন ও দক্ষ নেতা হিসেবে। করোনা মহামারি পরবর্তী সময়ে কানাডার অর্থনীতিকে স্থিতিশীল রাখতে তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছে।

বিদায়ী বক্তব্যে ট্রুডো বলেন, তাঁর পরিবারের তিন প্রজন্ম সংসদে দায়িত্ব পালন করেছেন। তাঁর দাদা, বাবা এবং তিনি নিজে সংসদ সদস্য হিসেবে কাজ করেছেন। তাঁর বাবা পিয়েরে ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

ট্রুডোর এই সিদ্ধান্তে কানাডার অনেক নাগরিক ও সমর্থক ব্যথিত। তারা জানান, ট্রুডোর অবদান কানাডার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর নেতৃত্ব ও সেবা দেশবাসী কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।