Logo

ঠাকুরগাঁওয়ে প্রাইভেট পড়তে গিয়ে শিশু ধর্ষিত, শিক্ষক গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে প্রাইভেট পড়ানোর নামে ধর্ষণের অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক মোজাম্মেল হক মানিকের বিরুদ্ধে

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে প্রাইভেট পড়ানোর নামে ধর্ষণের অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক মোজাম্মেল হক মানিকের বিরুদ্ধে। ঘটনার ১২ ঘণ্টা পর ভুক্তভোগীর বাবা থানায় মামলা করলে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে। শনিবার (৮ মার্চ) রাতে ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার মামলার বিষয়টি নিশ্চিত করেন।

অভিযুক্ত মোজাম্মেল হক মানিক ঠাকুরগাঁও সদরের আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি মাদারগঞ্জ হাজিপাড়া গ্রামের বাসিন্দা এবং কচুবাড়ি মাদারগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গ্রেফতারের পর তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে কড়া নিরাপত্তায় থানায় আনা হয়।

ঘটনাটি ঘটে শনিবার। বিদ্যালয় বন্ধ থাকা সত্ত্বেও মোজাম্মেল হক মানিক স্কুলের শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন। ওই দিনও প্রাইভেট পড়তে গেলে শিক্ষক তাকে একটি কক্ষে নিয়ে পাশবিক নির্যাতন চালান। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে শিক্ষক পালিয়ে যান। পরে শিশুটিকে উদ্ধার করে জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সংবাদকর্মীদের চাপের মুখে তাকে জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় রোববার ঠাকুরগাঁও জেলা শহরের চৌরাস্তা ও ভুল্লী থানার সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। ভুক্তভোগীর পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শিক্ষককে শিগগিরই আদালতে তোলা হবে।