Logo

ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মী ছুটিতে, সম্প্রচার কার্যত বন্ধ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সরকারি সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা (ভিওএ)-এর ১,৩০০-এর বেশি কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সরকারি সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা (ভিওএ)-এর ১,৩০০-এর বেশি কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। একই সঙ্গে রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি এবং রেডিও ফ্রি এশিয়ার তহবিলও বাতিল করা হয়েছে। ফলে সংস্থাগুলোর সম্প্রচার কার্যত অচল হয়ে পড়েছে। (সূত্র: রয়টার্স)

৮৩ বছরে প্রথমবার নীরব ভয়েস অব আমেরিকা : ভিওএর পরিচালক মাইকেল আব্রামোভিচ জানান, বিশ্বব্যাপী প্রায় ৫০টি ভাষায় সম্প্রচারিত এই সংবাদমাধ্যম কার্যত বন্ধ হয়ে গেছে। তিনি বলেন, \৮৩ বছরের মধ্যে এই প্রথম ভয়েস অব আমেরিকা নীরব হয়ে যাচ্ছে, যা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য একটি বড় ধাক্কা।\

ট্রাম্প প্রশাসনের এক নির্বাহী আদেশে ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া (USAGM) এবং এর অধীনস্থ ছয়টি ফেডারেল গণমাধ্যমের কার্যক্রম সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন পরিচালক ক্যারি লেক, বন্ধের পক্ষে যুক্তি: ট্রাম্পপন্থী হিসেবে পরিচিত ক্যারি লেক-কে ভয়েস অব আমেরিকার নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ভিওএ-কে \পচে যাওয়া দৈত্য\ বলে উল্লেখ করেছেন এবং এর কার্যক্রম সংকুচিত করার পক্ষে মত দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে এক পোস্টে আব্রামোভিচ বলেন, \বহু ভাষাভাষীর ভয়েস অব আমেরিকা নীরব হয়ে যাচ্ছে, এটি গভীরভাবে দুঃখজনক। বিশ্বব্যাপী গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল।\

বিশ্বজুড়ে প্রতিক্রিয়া : চেক প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী ইয়ান লিপাভস্কি বলেছেন, \রেডিও ফ্রি ইউরোপ কর্তৃত্ববাদী শাসনের জনগণের জন্য একটি 'বাতিঘর' ছিল। রাশিয়া এই সংবাদমাধ্যমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে এবং এর সঙ্গে যোগাযোগকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছে।\

ভিওএ: ইতিহাস ও বর্তমান সংকট- ১৯৪২ সালে নাৎসি প্রোপাগান্ডার বিরুদ্ধে প্রচারের উদ্দেশ্যে ভয়েস অব আমেরিকা প্রতিষ্ঠিত হয়। এখনও বিশ্বজুড়ে সাপ্তাহিক প্রায় ৩৬ কোটি মানুষ এই সংবাদমাধ্যম অনুসরণ করে। যুক্তরাষ্ট্রের সরকারি গণমাধ্যম সংস্থা USAGM-এর মোট কর্মী সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার। কংগ্রেসের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, ২০২৪ সালে USAGM-এর জন্য ৮৮ কোটি ৬০ লাখ ডলার বাজেট বরাদ্দ ছিল।