বিনোদন ডেস্ক
ঢাকা: আরএস প্রসন্ন পরিচালিত স্পোর্টস ড্রামা ‘সিতারে জামিন পার’ দিয়ে দীর্ঘ তিন বছর পর বড় পর্দায় ফিরলেন আমির খান। প্রথম সপ্তাহে বক্স অফিসে বেশ ভালো পারফরম্যান্স করেছে ছবিটি। স্যাকনিল্ক ওয়েবসাইটের সর্বশেষ তথ্যানুসারে, সপ্তাহান্তে সিতারে জামিন পার ৮৫ কোটির গণ্ডি পেরিয়ে গেছে।
স্যাকনিল্ক’র প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল পর্যন্ত সিনেমাটি ভারতীয় বক্স অফিসে ৩.৩৩ কোটি রুপি সংগ্রহ করেছে। এর বুধবার (২৫ জুন) সংগ্রহ ছিল ৭.২৫ কোটি রুপি।
মুক্তির প্রথম দিনগুলোয় সিনেমাটির সংগ্রহ আশানুরূপ ছিল না, তবে এই সিনেমা নিজের গতি ধরে রাখতে সক্ষম হয়েছে। ৭ দিনের মাথায় ১০০ কোটি ব্যবসার পথে রয়েছে সিতারে জামিন পার। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মোট সংগ্রহ ছিল ৮৫.৭৩ কোটি রুপি।
এর আগে সিনেমাটি উদ্বোধনী দিনে (২০ জুন) আয় করে ১০.৭ কোটি রুপি এবং শনিবার ও রোববারে যথাক্রমে ২০.২ কোটি রুপি ও ২৭.২৫ কোটি রুপি ঘরে তোলে।
সব মিলিয়ে, হৃতিক রোশন ও সাইফ আলি খান অভিনীত ‘বিক্রম বেদা’কে টপকে গেছে আমির খাসের এই ছবি। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত বিক্রম বেদা প্রথম সপ্তাহে ৭৮.৯ কোটি রুপির ব্যবসা করেছিল।
বাংলাফ্লো/আফি
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0