এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন এবার আসছে টেলিভিশন পর্দায়। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে মুক্তি পাওয়ার পর এবার দর্শকদের জন্য সিরিজটি চ্যানেল আই-এর পর্দায় বিনামূল্যে দেখার সুযোগ করে দিচ্ছেন নির্মাতা কাজল আরেফিন অমি।
গেল ঈদুল আজহায় বঙ্গ অ্যাপে সাবস্ক্রিপশনের বিনিময়ে প্রথম ৮ পর্ব উন্মুক্ত করা হয়েছিল। তবে এবার বৃহত্তর দর্শকের কথা মাথায় রেখে সিরিজটি টেলিভিশনে প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ জানিয়েছে, আগামী ১০ জুলাই থেকে প্রতি সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার রাত ৭টা ৫০ মিনিটে দর্শকরা ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ উপভোগ করতে পারবেন।
১২০ পর্বের এই সিজনের প্রতিটি পর্বের দৈর্ঘ্য হবে ২০ মিনিট। প্রতি পর্ব প্রচারের পরদিন ভোর ৩টা ৪০ মিনিটে এবং সকাল ১১টা ৩০ মিনিটে পুনঃপ্রচার করা হবে। বরাবরের মতো এই সিজনেও অভিনয় করছেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, সাবিলা নূর, শিমুল শর্মা সহ অনেকেই।
ঈদুল আজহায় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়ে ব্যাপক সাড়া ফেলেছিল ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। তবে সাবস্ক্রিপশন মডেলে মুক্তি পাওয়ায় অনেক দর্শকই সিরিজটি উপভোগ করতে পারেননি। এবার সেই দর্শকদের জন্যই নতুন সুযোগ তৈরি হলো।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0