ডেস্ক রিপোর্ট: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন যে, ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে খনিজ সম্পদ নিয়ে একটি চুক্তি খুব শীঘ্রই সম্পাদিত হবে। গত শুক্রবার ওভাল অফিসে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমরা একটি চুক্তি সই করতে যাচ্ছি, আশা করি যত দ্রুত সম্ভব।”
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেন, “ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা একটি খসড়া চুক্তি নিয়ে কাজ করছে এবং আমি একটি ন্যায্য ফলাফলের আশা করছি।”
ট্রাম্প প্রশাসন ইউক্রেন যুদ্ধের অবসানে শান্তি আলোচনা শুরুর উদ্যোগ নিয়েছে, তবে তার আগে ইউক্রেনকে একটি খনিজ চুক্তি করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রস্তাবে ট্রাম্প, যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার বিনিময়ে ইউক্রেনের কাছ থেকে ৫০ হাজার কোটি মার্কিন ডলারের খনিজ সম্পদ দাবি করেছেন।
তবে জেলেনস্কি ট্রাম্পের প্রস্তাব বাতিল করে দিয়েছেন এবং বলেছেন, যুক্তরাষ্ট্র যে পরিমাণ সামরিক সহায়তা পাঠিয়েছে, ট্রাম্পের দাবি তার চেয়ে অনেক কম। এছাড়া, ট্রাম্পের প্রস্তাবে নিরাপত্তা নিশ্চয়তা সুনির্দিষ্টভাবে দেওয়া হয়নি।
এদিকে, ট্রাম্প জেলেনস্কিকে ‘স্বৈরশাসক’ আখ্যা দিয়ে বলেছেন, রাশিয়ার সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করতে হলে তাকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্র ইউক্রেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমর্থক হলেও, এখন দেশটির মধ্যে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। ইউরোপীয় কর্মকর্তারা আশঙ্কা করছেন, কিয়েভ হয়তো এমন একটি শান্তিচুক্তিতে যাবে যা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষে যাবে।