Logo

ট্রাম্পের বড় করছাড় ও বিল সিনেটে পাস, যাবে কংগ্রেসের হাউসে

এই বিলের মাধ্যমে ধনীদের জন্য বড় করছাড় দেওয়া হবে সেই সাথে টিপস ও ওভারটাইম আয়েও করছাড় পাওয়া যাবে

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত একটি বড় করছাড় ও সরকারি খরচ বাড়ানোর বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের সিনেট (উচ্চকক্ষ)। ভোট হয়েছে ৫১-৫০। সমান ভোট পড়ায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স একটি টাই-ব্রেকিং ভোট দিয়ে বিলটি পাস করান।

এই বিলের মাধ্যমে ধনীদের জন্য বড় করছাড় দেওয়া হবে সেই সাথে টিপস ও ওভারটাইম আয়েও করছাড় পাওয়া যাবে। তবে সেনাবাহিনী ও অভিবাসন নিয়ন্ত্রণে খরচ বাড়বে। গরিবদের স্বাস্থ্যসেবা ও খাদ্য সহায়তা কমে যাবে। সবুজ জ্বালানির (পরিবেশবান্ধব শক্তি) সহায়তা বন্ধ হবে। ফলে, দেশের মোট ঋণ ৩.৩ ট্রিলিয়ন ডলার বাড়বে।

বিলটি এখন যাবে মার্কিন কংগ্রেসের হাউসে (নিম্নকক্ষ) চূড়ান্ত ভোটের জন্য। ওখানেও পাস হলে প্রেসিডেন্ট ট্রাম্প স্বাধীনতা দিবস (৪ জুলাই) এর আগেই আইনে পরিণত করতে চান। তবে কিছু রিপাবলিকানই এই বিলের বিরুদ্ধে, কারণ এতে খরচ বেশি। অনেকেই বলছেন, গরিবদের স্বাস্থ্যসেবা কেটে দেওয়া ঠিক না।

ডেমোক্র্যাটরা সবাই এর বিরুদ্ধে। তাদের ভাষায়, \এটা গরিবদের উপর বড় আঘাত।\

এই আইন পাস হলে ১২ মিলিয়ন (১ কোটি ২০ লাখ) মানুষ স্বাস্থ্যসেবা হারাবে বলে আশঙ্কা। ধনী ব্যক্তিরা প্রচুর করছাড় পাবে, গরিবরা কম সাহায্য পাবে।

সূত্র: রয়টার্স

বাংলাফ্লো/আফি   

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0