Logo

এক দিনের প্রধানমন্ত্রী! বিরল রাজনৈতিক নাটকীয়তা

বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভা গঠনের পর স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেবেন ফুমথম উইচায়াচাই।

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: বিরল এক নাটকীয়তা ঘটেছে থাইল্যান্ডের রাজনীতিতে। মাত্র এক দিনের জন্য দেশটির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন পরিবহনমন্ত্রী সুরিয়া জুংরুংরিয়াংকিত।  

মঙ্গলবার (০২ জুলাই) প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার বিরুদ্ধে এক ফাঁস হওয়া ফোনালাপ ঘিরে অনৈতিক আচরণের অভিযোগ ওঠার পর আদালত তাকে সাময়িকভাবে বরখাস্ত করে।  

৩৮ বছর বয়সী পেতংতার্ন থাই রাজনীতির অন্যতম প্রভাবশালী পরিবার 'শিনাওয়াত্রা' বংশের উত্তরাধিকারী। অভিযোগ উঠেছে, এক ফোনালাপে তিনি সেনাবাহিনীকে সমালোচনা করেন এবং ক্যাম্বোডিয়ার সঙ্গে সীমান্ত বিরোধে ক্যাম্বোডিয়াকে সমর্থন করেন। থাইল্যান্ডের সংবিধান অনুযায়ী, এটি গুরুতর অনৈতিকতার মধ্যে পড়ে। আদালত বলেছে, তার বিরুদ্ধে তদন্ত চলবে এবং তিনি ১৫ দিনের মধ্যে জবাব দিতে পারবেন।

এ প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর দায়িত্ব পান উপ-প্রধানমন্ত্রী সুরিয়া, যিনি পরিবহন মন্ত্রীও। তবে এ দায়িত্ব তিনি পালন করছেন মাত্র এক দিন। কারণ বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভা গঠনের পর স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেবেন ফুমথম উইচায়াচাই। ফুমথম উপ-প্রধানমন্ত্রী পদেও অধিষ্ঠিত হবেন। এ পদক্রম অনুযায়ী তিনিই হবেন পরবর্তী ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী।

পেতংতার্ন গত বছর আগস্টে প্রধানমন্ত্রী হন। তার স্থগিতাদেশ থাই রাজনীতিতে আরও অনিশ্চয়তা তৈরি করেছে। থাইল্যান্ডের পিউ থাই পার্টির মতে, ক্যাবিনেট পুনর্গঠনের মাধ্যমে নতুন নেতৃত্ব আনা হচ্ছে।

বাংলাফ্লো/আফি  

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0