Logo

গরমে এসি ছাড়াই ঘর রাখুন ঠান্ডা

বড় পাত্রে বরফ রাখুন। ঘরের মাঝখানে বরফ রাখলে এবং ফ্যান চালালে ঠাণ্ডা বাতাস ঘরে ছড়িয়ে পড়ে।

ছবিঃ কোলাজ


বাংলাফ্লো লাইফস্টাইল

ঢাকা: গ্রীষ্মকালের প্রচণ্ড তাপদাহে এসির শীতলতা আরামদায়ক হলেও তা সবসময় ব্যবহার করা সম্ভব হয় না। একদিকে রয়েছে উচ্চ খরচ, অন্যদিকে পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব। তবে চিন্তার কিছু নেই—কিছু সহজ ও টেকসই উপায় অনুসরণ করেই এসি ছাড়াই ঘর ঠান্ডা রাখা সম্ভব।

১. অনেকেই জানেন না সিলিং ফ্যানের ঘূর্ণনের দিক বদলালেও তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়। গ্রীষ্মকালে ফ্যানের ঘূর্ণন যেন ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়, তা নিশ্চিত করুন। এতে ঠাণ্ডা বাতাস নিচের দিকে চলে আসে এবং ঘরের পরিবেশ অনেকটাই আরামদায়ক হয়।

২. দিনে জানালা বন্ধ রাখুন, আর রাতে বাইরের ঠাণ্ডা বাতাস ঢুকতে দিন। সকালে জানালা বন্ধ করে দিন—এতে ঘরের শীতলতা টিকবে।

৩. ফ্যানের সামনে বরফের বাটি বা জানালায় ভেজা কাপড় রাখলে ঠাণ্ডা বাতাস ঘরে ছড়িয়ে পড়ে।

৪.অ্যালোভেরা, মানি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্টের মতো গাছ ঘরের তাপমাত্রা কমায় ও বাতাস বিশুদ্ধ রাখে।

৫. জানালায় হিট-প্রটেক্টিং ফিল্ম লাগান। সূর্যের তাপ রোধে এই ফিল্ম কার্যকর, যা ঘরকে ঠান্ডা রাখতে সহায়তা করে।

৬. হালকা রঙের মোটা পর্দা ব্যবহার করুন। হালকা রঙ সূর্যের আলো প্রতিফলিত করে, ফলে ঘর কম গরম হয়। গুণগত মানসম্পন্ন কাপড় বেছে নিন।

৭. অপ্রয়োজনীয় ইলেকট্রনিক যন্ত্র বন্ধ রাখুন। টিভি, কম্পিউটার, ওভেনের মতো ডিভাইস অকারণে চালালে ঘরে তাপ বাড়ে। প্রয়োজন না থাকলে এগুলো বন্ধ রাখুন।

৮. বড় পাত্রে বরফ রাখুন। ঘরের মাঝখানে বরফ রাখলে এবং ফ্যান চালালে ঠাণ্ডা বাতাস ঘরে ছড়িয়ে পড়ে।

৯. প্রাকৃতিক উপায়কে গুরুত্ব দিন। পরিবেশবান্ধব উপায় যেমন গাছ লাগানো, সঠিক বায়ু চলাচল বজায় রাখা—এসবই গরম মোকাবিলায় কার্যকর।

এসব সহজ কৌশল মেনে চললে আপনি শুধু নিজের আরামই নিশ্চিত করবেন না, পরিবেশ রক্ষাতেও ভূমিকা রাখবেন।

Leave a Comment

Comments 0