বাংলাফ্লো বিনোদন
ঢাকা: মানুষের অর্ধেক সৌন্দর্য তার চুলে। নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই সুন্দর ঘণ মাথা ভরা চুল সৌন্দর্যকে কয়েকগুন বাড়িয়ে দেয়। প্রতিদিন চুল পরিস্কার সহ সব রকম যত্ন করা সত্ত্বেও সঠিক চিরুনি নির্বাচন না করার কারণে অনেককেই পরতে হয় চুল নিয়ে নানা বিড়ম্বনায়। প্লাস্টিকের চিরুনির বদলে কাঠের চিরুনি ব্যাবহারে এসব সমস্যা অনেকটাই কমিয়ে আনা সম্ভব।
চুলের সঠিক যত্নে কাঠের চিরুনি ব্যবহার করার বেশ কিছু উপকারিতার কথা জানালেন পারসোনা হেয়ার অ্যান্ড বিউটি লিমিটেডের পরিচালক নুজহাত খান-
১/ চুলে ক্ষতির আশঙ্কা কমে। প্লাস্টিকের চিরুনি ব্যবহারের ফলে চিরুনিতে স্থির বিদ্যুৎ উৎপন্ন হয়; যা দিয়ে চুল আঁচড়ালে অনেক সময় চুল রুক্ষ হতে পারে। কাঠের চিরুনি স্থির বিদ্যুৎ তৈরি করে না,তাই চুল দেখতেও রুক্ষ মনে হয় না।
২/ সহজে জট ছাড়ানো যায় ও চুলের ভেঙে পড়া কমে । কাঠের চিরুনি দিয়ে খুব সহজে মসৃণভাবে চুল আঁচড়ানো যায়,ফলে ঘর্ষণ কম হয়। চুল ভেঙে পড়া ও চুলের ডগা ফাটার আশঙ্কাও কমে যায়। লম্বা ও ঘন চুলের জন্য প্রশস্ত দাঁতের কাঠের চিরুনি ব্যবহার করা ভালো।
৩/ রক্ত সঞ্চালন বাড়ে ও মাথার ত্বকের স্বাস্থ্য ভালো থাকে। কাঠের চিরুনির ভোঁতা ও মসৃণ দাঁত মাথার ত্বকে হালকাভাবে ম্যাসাজের অনুভূতি দেয়, যা মাথার ত্বক বা স্ক্যাল্পে রক্তপ্রবাহ বাড়ায় এবং চুলের গোড়ায় অক্সিজেন পৌঁছাতে সাহায্য করে। এতে চুল দ্রুত বেড়ে ওঠে ও মাথায় খুশকি থাকলে তা কমে যায়।
৪/ প্রাকৃতিক তেলের সুষম বণ্টন। আমাদের মাথার ত্বক থেকে প্রাকৃতিকভাবেই একধরনের তেল (সিরাম) নিঃসৃত হয়। কাঠের চিরুনি সিরামকে চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত সমানভাবে ছড়িয়ে দিতে সাহায্য করে। এতে চুল উজ্জ্বল দেখায় এবং অতিরিক্ত তেলতেলে ভাব কমে যায়।
৫/ কাঠের চিরুনি প্লাস্টিকের তুলনায় পরিবেশবান্ধব ও টেকসই হওয়ায় এটি পরিবেশের জন্যও ভালো। নিম কাঠের চিরুনির ব্যবহার খুশকি ও মাথার ত্বকের জ্বালাপোড়া কমাতে সাহায্য করতে পারে। এ ছাড়া চুল আঁচড়াতে এখন অনেকেই চন্দন কাঠের চিরুনিও বেছে নিচ্ছেন।
ঢাকার হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্মরোগ বিভাগের সাবেক অধ্যাপক ডা. সৈয়দ আফজালুল করিম বলেন, ‘চুলের ধরন অনুযায়ী চিরুনি নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, সঠিক চিরুনি ব্যবহার না করলে চুল ও মাথার ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেয়। কাঠের চিরুনির দাঁতের তীক্ষ্ণতা সাধারণত প্লাস্টিকের চিরুনির তুলনায় অনেকটাই কম হয়ে থাকে। ফলে কাঠের চিরুনি ব্যবহারে মাথার ত্বকে ক্ষত তৈরি হওয়ার আশঙ্কা অনেকটা হ্রাস পায়। বিশেষ করে যাঁদের মাথার ত্বক সংবেদনশীল, তাঁদের জন্য কাঠের চিরুনি ব্যবহার অনেক বেশি উপকারী।’
চুল আঁচড়াতে কাঠের চিরুনির ব্যবহার নতুন কিছু নয়। মিসর, চীন, জাপানসহ বেশ কিছু প্রাচীন সভ্যতায় কাঠের চিরুনি ব্যবহার ছিল। বর্তমানে বিভিন্ন অনলাইন শপে চমৎকার সব কাঠের চিরুনি পাওয়া যায়। এছারাও ঢাকার দোয়েল চত্বর,নিউ মার্কেট,আড়ং এবং হস্তশিল্পের দোকানগুলোতে পেয়ে যাবেন এই চিরুনি।
বাংলাফ্লো/আফি
Comments 0