Logo

রাজের জন্মদিনে স্বামীকে চিরকাল একসঙ্গে পথ চলার প্রতিশ্রুতি দিলেন শুভশ্রী

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী ও পরিচালক রাজ চক্রবর্তীর দাম্পত্য জীবনের সাত বছর পূর্ণ হলো

বিনোদন ডেস্ক: টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী ও পরিচালক রাজ চক্রবর্তীর দাম্পত্য জীবনের সাত বছর পূর্ণ হলো। ২১শে ফেব্রুয়ারি ছিল রাজের জন্মদিন, এবং এদিন তার জন্মদিন উদযাপন করতে রাজ ও শুভশ্রীর পরিবারে ছিল ব্যাপক তোড়জোড়। রাজ বেশ কয়েকবার প্রকাশ্যে জানিয়েছিলেন, শুভশ্রী তার জীবনে আসার পর থেকে জন্মদিনগুলি একেবারে অন্যরকমভাবে কাটে।

শুভশ্রী তার ইনস্টাগ্রামে রাজের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ছবিগুলির মধ্যে রয়েছে তাদের প্রেম-পর্ব ও বিবাহ-পরবর্তী কিছু আদুরে মুহূর্ত, যেখানে রাজ শুভশ্রীর কোলে মাথা রেখে ঘুমাচ্ছেন, শুভশ্রী রাজের কপালে চুম্বন দিচ্ছেন, এবং আরও অনেক সুন্দর মুহূর্ত।

ছবিগুলির সঙ্গে বাজছে ব্রুনো মার্সের গান ‘ডাই উইথ আ স্মাইল’, যা প্রেমের জয়ের কথা বলে। ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, \পৃথিবীর সব ভালো তোমার হোক। ব্রুনো মার্স কীভাবে আমার মনের কথা পড়ল, কে জানে?\ এই পোস্টে শুভশ্রীও স্পষ্টভাবে তার স্বামী রাজকে চিরকাল একসঙ্গে পথ হাঁটার প্রতিশ্রুতি দিয়েছেন।