Logo

‘অত্যাসন্ন মৃত্যুঝুঁকি’, গাজা থেকে ২,৫০০ শিশুকে সরিয়ে নিতে বলল জাতিসংঘ

‘অত্যাসন্ন মৃত্যুঝুঁকি’, গাজা থেকে ২,৫০০ শিশুকে সরিয়ে নিতে বলল জাতিসংঘ‘অত্যাসন্ন মৃত্যুঝুঁকি’, গাজা থেকে ২,৫০০ শিশুকে সরিয়ে নিতে বলল জাতিসংঘ

ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ২ হাজার ৫০০ শিশুকে চিকিৎসার জন্য অবিলম্বে অন্যত্র সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। যুক্তরাষ্ট্রের একদল চিকিৎসকের সঙ্গে বৈঠক শেষে তিনি এ আহ্বান জানান। চিকিৎসক দল জানিয়েছে, এই শিশুরা আগামী সপ্তাহগুলোতে অত্যাসন্ন মৃত্যুঝুঁকিতে পড়বে।

চিকিৎসক দলটির চার সদস্যের সবাই গাজায় ১৫ মাস ধরে যুদ্ধ চলাকালে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন। ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে চলা এ যুদ্ধে ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে গাজার পুরোটা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যুদ্ধে ২০ লাখের বেশি ফিলিস্তিনির জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং ভেঙে পড়েছে উপত্যকাটিতে স্বাস্থ্যব্যবস্থা।