আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: রথযাত্রায় পদদলিত হয়ে ভারতের ওড়িশার পুরীতে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ১০ জন।
স্থানীয় সময় আজ রবিবার (২৯ জুন) ভোর সাড়ে ৪টা নাগাদ শ্রী গুন্ডিচা মন্দিরের কাছে এই পদদলনের ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, জগন্নাথ মন্দির থেকে প্রায় তিন কিলোমিটার দূরে শ্রী গুন্ডিচা মন্দিরের সামনে রথযাত্রা দেখতে বিপুলসংখ্যক ভক্ত জড়ো হয়েছিলেন। সেই সময় রথের সামনে ভিড়ের চাপে হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কি হয়। অনেকে মাটিতে পড়ে যান এবং পদদলিত হন।
পদদলিত হয়ে এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। তাঁরা তিনজনই খুরদা জেলার বাসিন্দা এবং রথযাত্রার জন্য পুরীতে এসেছিলেন বলে জানা গেছে। আহত ১০ জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা পুরী জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
পুরী জেলা প্রশাসক সিদ্ধার্থ শঙ্কর স্বৈণ জানান, ওই তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল, কিন্তু হঠাৎ করেই ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানান তিনি।
পুরীতে জগন্নাথের রথযাত্রা দেখার জন্য প্রতি বছরের মতো এবারও কয়েক লাখ মানুষের সমাগম হয়। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ওই এলাকায় ভিড় নিয়ন্ত্রণে পুলিশের যথাযথ প্রস্তুতি ছিল না।
বাংলাফ্লো/আফি
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0