Logo

৯ কোটি টাকা সরকারি অনুদানে নির্মিত হবে যে ৩২ টি সিনেমা

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শারমিন আখতার স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

ছবি: বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: সিনেমা নির্মাণের জন্য প্রতিবছরের মতো এবারও সরকারি অনুদান দেওয়া হচ্ছে। ২০২৪-২৫ অর্থবছরের জন্য নির্বাচিত ৩২টি সিনেমাকে দেওয়া হচ্ছে এই অনুদান। এর মধ্যে ১২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে আর ২০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে।

সোমবার (৩০ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শারমিন আখতার স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, এবার রেকর্ড সংখ্যক সিনেমা সরকারি অনুদানের জন্য জমা পড়েছে । এপ্রিলের শেষে সরকারি অনুদানের ছবির চিত্রনাট্য জমা দেওয়ার শেষ সময় ছিল। এবার পূর্ণদৈর্ঘ্য শাখায় ১৮৯টি এবং স্বল্পদৈর্ঘ্য শাখায় ১৪০টি ছবি জমা পড়েছে। নানা ধাপ পেরিয়ে ৩২টি সিনেমাকে অনুদানের জন্য অনুমোদন দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। পূর্ণদৈর্ঘ্য বিভাগে এবার প্রতিটি ছবির জন্য বরাদ্দ হয়েছে ৭৫ লাখ টাকা করে আর স্বল্পদৈর্ঘ্য বিভাগের প্রতিটি ছবির জন্য ২০ লাখ। সব মিলিয়ে এবারের অর্থবছরে ৩২টি ছবির জন্য সরকার ১৩ কোটি টাকার বরাদ্দ রাখছে।

অনুদানের জন্য মনোনীত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো হলো— রবিনহুডের আশ্চর্য অভিযান, মায়ের ডাক, জুলাই, রূহের কাফেলা, পরোটার স্বাদ, খোঁয়ারি, জীবন অপেরা, জলযুদ্ধ, কবির মুখ দ্য টাইম কিপার, কফিনের ডানা, নওয়াব ফুজুন্নেসা ও জুঁই।

অনুদানের জন্য মনোনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো হলো— মন্দ-ভালো, ফেলানী, ঝুঁকির মাত্রা, জীবনের গান, হু হ্যাজ মেইড আস ফ্লাই, ভরা বাদর, ১২৩০, বৃন্দারাণীর আঙুল, একটি সিনেমার জন্য, দাফন, সাঁতার, মাংস কম, গগন, অতিথি, বোবা, অদ্বৈত, আশার আলো, গর্জনপুরের বাঘা, হোয়ার দ্য ওয়াটার স্লিপস এবং অপসময়।

বাংলাফ্লো/এইচএম


Leave a Comment

Comments 0