এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: নায়কের মুখে ছিল পেঁয়াজের গন্ধ। আর এমন অবস্থায় তার সঙ্গে লিপকিসের এক দৃশ্যে অংশ নিতে হয় নায়িকাকে! আর সেই দৃশ্যে অংশ নেওয়ার পরেই রেস্টরুমে ছুটে যান নায়িকা। জানান তিনি অসুস্থ বোধ করছেন!
পরে জানান, আসলে নায়কের মুখে ছিল পেঁয়াজের গন্ধ!
কারণ সিনেমার দৃশ্যের শুটের আগে বন্ধুদের সঙ্গে ভরপুর খাবার খেয়েছিলেন নায়ক। আর সেখানে ছিল কাঁচা পেঁয়াজও। যা খাওয়ার সময় তিনি ভুলেই যান একটু পরে নায়িকার সঙ্গে তার চুম্বন দৃশ্য রয়েছে ।
ঠিক এমনই এক পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছে বলিউডের হট সিম্বল অভিনেত্রী বিপাশা বসুকে। আর সেই দৃশ্যের বিষয়েই হলো নতুন খোলাসা।
বিপাশা বসুর আলোচিত সেই সিনেমার লিপকিস দৃশ্যে নায়ক হিসেবে ছিলেন আর. মাধবন। বরাবরই নিজের অভিনয়গুণে দর্শকদের প্রশংসার কেন্দ্রে থেকেছেন তিনি।
বলিউডকে একাধিক ভালো প্রজেক্ট উপহারও দিয়েছেন তিনি। সবাই তাই বিশ্বাস করে, আর মাধবন মানেই ভালো সিনেমা, ভালো অভিনয়।
মাধবন খেতে ভীষণ পছন্দ করেন। মাঝে মধ্যেই তাঁকে নানান পদের খাবার খেতে দেখা যায়। সেই কারণে বেড়েছিল তাঁর শরীরের ওজনও। এই সিনেমার আউটডোর শুটের জন্য মাধবন বাইরে ছিলেন ১২ থেকে ১৩ দিন। সেখানে পাঞ্জাবের কিছু লোক ছিল যারা রোজ শুটিং দেখতে আসতেন।আর তারা সাথে করে নিয়ে আসতেন নানা পদের খাবার ,যা খেতে চলে যেতেন মাধবন।
আর তাতেই একদিন ঘটে যায় বিপত্তি যা জানলে অবাক হবেন।
মূল ঘটনাটি আসলে ২০১২ সালের।
আর. মাধবনের সঙ্গে বিপাশা বসু জুটি বেঁধেছিলেন ২০১২ সালে। সিনেমার নাম ‘জোরি ব্রেকার’। এই সিনেমার শুটেই ঘটেছিল এই বিব্রতকর ঘটনা।
এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন তার সেই দিনের অভিজ্ঞতা।
মূলত নায়িকা হিসেবে বিপাশা বসুর সঙ্গে নায়কের চুম্বনের দৃশ্যের শুট ছিল। কিন্তু নায়ক খেতে বসে বেমালুম ভুলেই গিয়েছিলেন সেই শুটের কথা।
আবার অন্যদিকে বিপাশা মোটেও চাননি মাধবনের সঙ্গে চুম্বনের এই শটে অংশ নিতে। কারণ তাঁর ভীষণ কাছের বন্ধু ছিল মাধবনের স্ত্রী।
তাই একটা অস্বস্তি কাজ করছিল। যদিও পরিচালক তাঁকে শেষ পর্যন্ত রাজি করিয়ে ফেলেছিলেন।
তবে শুট করেই বিপাশা নিজের রুমে ছুটে চলে যান। সবাই তখন অবাক হয়ে ভাবছিল কি হলো বিপাশার?
পরে এক সাক্ষাৎকারে তাঁর গা গুলিয়ে উঠেছিল বলে জানান নায়িকা নিজেই।
আর তাতেই নাকি তিনি বের হতে পারেননি অনেকটা সময় — জানান বিপাশা।
এ সময় বিপাশা জানান, নায়কের মুখে ছিল পিঁয়াজের গন্ধ। আর তাতেই লিপকিসের পর তাঁর শরীর খারাপ করেছিল।
এক সাক্ষাৎকারে নিজেই এই মন্তব্য করেছিলেন তিনি। যা নিয়ে চর্চা ছিল তুঙ্গে।
অবশ্য বিপাশা তার অভিজ্ঞতার কথা জানালেও এই বিষয়ে মুখ খুলেন নি আর. মাধবন।
তবে এ ঘটনার রেশ তাদের সম্পর্কে খুব একটা প্রভাব ফেলে নি। কারণ মাধবন খুব ভাল বন্ধু ছিল বিপাশার। আর এর পরেও তাই বহুদিন ধরেই তাঁরা একে অন্যের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন।
এখনও যে সম্পর্ক অটুট।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0