Logo

বলিউড খানদের স্নায়ুযুদ্ধ , ‘ছেলেমানুষি’ বললেন আমির খান

তিন খানের দুইজন আমির ও শাহরুখের রেষারেষিটা মোটামুটি প্রকাশ্যেই চলেছে।

ছবি: বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: বলিউড মানেই বিখ্যাত তিন খানআর তাদের রাজত্ব। আরসবাই জানেন বলিউডে খান নিয়ে আলোচনা মানেই কথা বলা হচ্ছে আমির খান ,সালমান খান ও শাহরুখ খানকে নিয়ে। এই তিন খানের দুইজন আমির ও শাহরুখের রেষারেষিটা মোটামুটি প্রকাশ্যেই চলেছে। নানা সময় বিভিন্নভাবে,একে-অন্যের উদ্দেশে বেশ কিছু মন্তব্যও অতীতে করেছিলেন তাঁরা। আর সেগুলো নিয়ে প্রায়শই সংবাদের শিরোনামে আসতেন তারা।

শিরোনামেআরও আসতেন নানা সময়ে সিনেমার রিলিজ দেওয়া বিষয়েও। একটা সময়ে মাত্র দু’মাসের ব্যবধানে শাহরুখ অভিনীত ‘মাই নেম ইজ় খান’ ও আমিরের ‘থ্রি ইডিয়টস’ রিলিজ় হয়েছিল। ভক্তদের কাছে এটি চরম পাওয়া হলেও সমালোচকরা বলেন এটাও হয়তোবা এক ধরণের প্রতিদ্বন্দ্বিতা।

খুব অল্প সময়ের মধ্যে দুই স্টারের ছবি মুক্তি নিয়ে একে অন্যের দিকে ‘ছিছোরে’ মন্তব্যও করেছিলেন তাঁরা। অন্যকে হেঁয় করার যে পন্থা তা দুই খানই বজায় রেখেছিলেন দীর্ঘদিন।

বিভিন্ন অ্যাওয়ার্ড শো-তে যাওয়া পছন্দ করেন না আমির। আর সেই প্রসঙ্গে শাহরুখ তাঁকে নিয়ে ক্রমাগত মজা করতেন বলে আমিরের যে গোস্বা হতো, সেটাও তিনি স্বীকার করে নিয়েছেন।

আরতাই সম্প্রতি সেই রেষারেষির স্নায়ুযুদ্ধকে ‘ছেলেমানুষি’ বলে আখ্যা দিয়েছেন আমির খান।

বলিউডেরমিস্টার পারফেকশনিস্ট বলে পরিচিত এই খান বলেন, ‘একটা সময়ে এমন ছিল যখন আমি ও শাহরুখ দু’জনেই একে অন্যের বিরুদ্ধে অনেক কিছু বলেছি। মনে হয় তখন ও আমার উপরে কোনো কারণে বিরক্ত ছিল। আসলে আমি সাক্ষাৎকারের মাঝে অন্য কাউকে নিয়ে সেভাবে কথা বলি না। তাই এগুলো বলিনি আগে।’

আমির খান আরো বলেন, “শাহরুখ এই মুহূর্তে আমার খুব ভালো বন্ধু। তবে ক্যারিয়ার শুরুর সময়ে আমরা প্রতিপক্ষ ছিলাম। সেই রেষারেষির বোধটা ১০-১৫ বছর আগে থেকেই আর নেই। অন্তত আমার দিক থেকে তো এটা বলতে পারি। সেই সময়ে ওগুলো ছেলেমানুষি ছিল।’

ওই সাক্ষাৎকারে আমির খান আরও বলেন, ‘শাহরুখ মাঝেমধ্যে আমাকে নিয়ে মজা করত। বিশেষ করে অ্যাওয়ার্ড শো’তে না যাওয়া ঘিরে। আমি যে এ রকম অনুষ্ঠানে যাই না সেটা তো সবাই জানেন। কিন্তু প্রায় প্রত্যেক বছর বিভিন্ন অ্যাওয়ার্ড শো’তে বিষয়টা নিয়ে মজা করত শাহরুখ।’

প্রসঙ্গত, ১৯৭৩ সালে শিশুশিল্পী হিসেবে পর্দায় কাজ শুরু করেন আমির খান। আর অন্যদিকে ১৯৯২ সালে ক্যারিয়ার শুরু করেন শাহরুখ খান।,তবে দুজনেই সম-সাময়িক সময়ের অভিনেতা হিসেবে বলিউডে রাজত্ব শুরু করেন ।

শাহ্রুখ খান ও সালমান খানের একসাথে বেশ কিছু সিনেমা থাকলেও আমিরের সাথে শাহ্রুখের একসাথে কোন সিনেমা নেই। তবে ১৯৯৩ সালে তারা দুজনেই ‘পেহলা নাশা’ নামক সিনেমায় ক্যামিও রোল করেন ।

অন্যদিকে সালমান ও আমিরের এক সাথে সিনেমা রয়েছে একটি।১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আন্দাজ আপনা আপনা’ সিনেমায়তারা দুইজন একসঙ্গে অভিনয় করে দর্শক মাতান। কিন্তুএই সিনেমার পরে আমিরের সাথে সালমান খানেরও সম্পর্কের অবনতি হয় কোন এক অজানা কারনে।

আমিরের এই সাক্ষাৎকার সামনে আসার পর থেকেই তা নিয়ে প্রবল চর্চা শুরু হয়েছে। শাহরুখ বা তাঁর টিমের তরফে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি।

তবে বন্ধুত্বে যাতে পুরোনো বিবাদের রেশ না পড়ে তা নিয়ে সচেতন বলিউডের বাদশাহ ও রাজা হিন্দুস্তানি দুই জনেই।

বাংলাফ্লো/এইচএম

Leave a Comment

Comments 0