বিনোদন ডেস্ক
ঢাকা: কুমিল্লার মুরাদনগরে ঘরের দরজা ভেঙে স্থানীয় বিএনপি নেতা কতৃক এক হিন্দু নারীকে (২৫) ধর্ষণ ও সেই ঘটনার ভিডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনায় গোটা দেশ তোলপাড়। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিচারের জোর দাবি তুলেছেন দেশের তারকারাও।
অভিনেত্রী আজমেরী হক বাঁধন প্রতিবাদ জানিয়ে লিখেছেন, ‘ধর্ষণ একটি ভয়াবহ অপরাধ। কিন্তু এই দেশে, এটি দীর্ঘদিন ধরে স্বাভাবিক বলে বিবেচিত হচ্ছে। মানুষ কেবল তখনই এটি নিয়ে কথা বলে যখন এই মর্মান্তিক ঘটনা ভাইরাল হয়। এরপর মানুষ কিছুদিন পর এটা ভুলে যায়। আমরা ধর্ষণকে সংবাদের মতো বিবেচনা করি, এটিকে গুরুতর সংকটের মতো নয়? আরও খারাপ কথা কিছু লোক এই অপরাধগুলি রেকর্ড করে, শেয়ার করে, সোশ্যাল মিডিয়ায় বিনোদনের মতো ছড়িয়ে দেয়। তারা নির্দোষ নয়। তারা অপরাধের অংশ। এবং তাদেরও শাস্তি পেতে হবে। রাগে ক্ষোভে আমার হৃদয় ভেঙে গেছে। এবং হ্যাঁ আমি ভীত। কারণ আমি একজন নারী এবং আমি নিরাপদ বোধ করি না। বাস্তব জীবনে না। এমনকি অনলাইনেও না। ধর্ষণ তৃপ্তিদায়ক নয়। আর এটা চলতে পারে না।’
এই ঘটনা নিয়ে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া লিখেছেন, ‘স্টপ রেপ’।
ফেসবুক পোস্টে মিশা সওদাগর লিখেছেন, ‘দেশের প্রতিটি মানুষ শান্তিতে থাকুক। প্রতিটি নারী নিরাপদে থাকুক। প্রতিটি অন্যায়ের ন্যায় বিচার হোক। প্রতিটি ধর্ষকের ফাঁসি হোক। মুরাদনগরে ঘটে যাওয়া ধর্ষণের তীব্র ঘৃণা এবং নিন্দা জানাচ্ছি। ধর্ষকের ফাঁসির দাবি করছি।’
ফেসবুক পোস্টে অভিনেত্রী তমা মির্জা লিখেছেন, ‘মুরাদনগর, কুমিল্লা! বীভৎসতা! লজ্জা’।
প্রতিবেদ জানিয়েছেন প্রার্থনা ফারদিন দীঘিও। তিনি লিখেছেন, ধর্ষণকে না বলুন। এর বিরুদ্ধে রুখে দাঁড়ান। নীরবতাই সমর্থন। ধর্ষণ বন্ধ করুন।
অভিনেত্রী মৌসুমী হামিদ ফেসবুক পোস্টে লিখেছেন, ‘মানুষ আর মানুষ নেই। পৃথিবী শেষ হয়ে যাচ্ছে। কারণ আর কোন মানুষ থাকবে না খুব শীঘ্রই।
সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক লিখেছেন, ‘যারা মেয়েটির বিবস্ত্র ভিডিওটি শেয়ার করেছেন, প্লিজ দয়া করে সেটা ডিলিট করে দিন। আপনার কাছের লোকদেরও অনুরোধ করুন। ন্যায় বিচারের জন্য আওয়াজ তুলুন তবে মেয়েটির ব্যক্তিগত গোপনীয়তা ও সম্মানকে রক্ষা করে।’
অভিনেত্রী মৌসুমী হামিদ ফেসবুক পোস্টে লিখেছেন, ‘মানুষ আর মানুষ নেই। পৃথিবী শেষ হয়ে যাচ্ছে। কারণ আর কোন মানুষ থাকবে না খুব শীঘ্রই।
প্রতিবেদ জানিয়েছেন প্রার্থনা ফারদিন দীঘিও। তিনি লিখেছেন, ‘ধর্ষণকে না বলুন। এর বিরুদ্ধে রুখে দাঁড়ান। নীরবতাই সমর্থন। ধর্ষণ বন্ধ করুন।’
ছোটপর্দার অভিনেতা আরশ খান ফেসবুকে লিখেছেন, ‘কাপুরুষত্ব যখন চরম পর্যায়ে পৌঁছায় তখন তা কুপুরুষত্বে রূপ নেয়। জন্ম পরিচয়হীন না হলে একজন নারীর সাথে এমন করা সম্ভব না। একবার জারজ সবসময় জারজই থাকে।’
ধর্ষকের প্রকাশ্যে ফাঁসি চেয়ে চিত্রনায়ক রোশান লিখেছেন, ‘কুমিল্লার মুরাদনগর এর ঘটনায় ধর্ষকদের একটাই শাস্তি চাই, জনসম্মুখে ফাঁসী চাই। তারা কোন দল করে, আর কোন ধর্মের সেটা জানা দরকার নাই, জানতেও চাইনা, জাস্ট জনসম্মুখে ফাঁসি চাই। আপনারা যারা সমবেদনা জানিয়ে সেই ভিডিওটি শেয়ার করছেন আবার কেউ কেউ ভিউ পাবার লোভে সেই ভিডিওটা আপলোড করছেন, আপনারাও সে ধর্ষণকারীর মতোই অপরাধী। আপনারা ভিউখোর রাক্ষস। ফাজলামি ছেড়ে অতি সত্তর সব ডিলিট করেন।’
সংগীতশিল্পী ও অভিনয়শিল্পী পারশা মাহজাবীন পূর্ণী লিখেছেন, ‘বিবস্ত্র বাংলাদেশ।’
‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা শিমুল শার্মা এক পোস্টে লিখেছেন, ‘কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর? মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর।’
অভিনেতা পাভেল ফেসবুক লাইভে এসে ধর্ষকদের ফাঁসি দাবি করেন। তিনি বলেন, ‘ধর্ষকদের মেরে ফেলুন। প্রকাশ্যে ফাঁসি দিন।’ এ ছাড়া দেশের সার্বিক অবস্থা আরো খারাপ হয়েছে জানিয়ে পাভেল বলেন, ‘এখন বলতে বাধ্য হচ্ছি, এটা তো আরো খারাপ হয়ে গেল। এখন দেশের অবস্থা আরো খারাপ হয়ে গেছে। এখন তো মনে হচ্ছে ভুল করেছি ভাই। ভুল করেছে সবাই।’
কুমিল্লার মুরাদনগরে দরজা ভেঙে ঘরে ঢুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় ফজর আলী নামে মূল আসামিসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার দুপুরে মুরাদনগর থানায় মামলা করেন ভুক্তভোগী ওই নারী। মূল অভিযুক্ত ফজর আলীকে রবিবার ভোর পাঁচটার দিকে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
অন্যদের গ্রেফতার করা হয়েছে ওই নারীকে নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে। তারা হলেন মো. সুমন, রমজান আলী, মো. আরিফ ও মো. অনিক। গ্রেপ্তার ব্যক্তিদের বাড়ি মুরাদনগর উপজেলায়।
মামলার এজাহার ও ভুক্তভোগী ওই নারীর সঙ্গে কথা বলে একাধিক গণমাধ্যম জানায়, প্রায় ১৫ দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে সন্তানদের নিয়ে বেড়াতে আসেন তিনি। গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে ফজর আলী (৩৮) নামের এক ব্যক্তি তার বাবার বাড়ি গিয়ে ঘরের দরজা খুলতে বলেন। এ সময় তিনি দরজা খুলতে অস্বীকৃতি জানালে ওই ব্যক্তি ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ধর্ষণ করেন।
বাংলাফ্লো/আফি
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0