Logo

বিচ্ছেদের পর পরকীয়ার গুঞ্জন ছড়িয়েছে কনার

বিচ্ছেদের পেছনে কনার পরকীয়ার গুঞ্জনও ছড়িয়েছে। সংগীতাঙ্গনে কানাঘুষো চলছে, এক গিটারিস্টের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছেন কনা।

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক

ঢাকা: ৬ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটলো জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনার। স্বামী গোলাম মো. ইফতেখার গহীনের সঙ্গে ২০২৫ সালের ১৬ জুন আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছেন তিনি। বিষয়টি নিজেই সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন কনা।  

ভক্তদের জন্য এটি ছিল এক প্রকার চমক। কারণ, দীর্ঘ সাত বছরের প্রেমের পর ২০১৯ সালের ২১ এপ্রিল বিয়ে করেছিলেন এই জুটি। সবাই তাদের দেখতেন সুখী দম্পতি হিসেবে। কিন্তু বিয়ের ছয় বছর পর তাদের সম্পর্কের পরিণতি হলো বিচ্ছেদ।

বিচ্ছেদের পেছনে কনার পরকীয়ার গুঞ্জনও ছড়িয়েছে। সংগীতাঙ্গনে কানাঘুষো চলছে, এক গিটারিস্টের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছেন কনা। যদিও এই গুঞ্জন নিয়ে কনা বা সংশ্লিষ্ট গিটারিস্ট কেউই এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে অনেকের মতে, বিষয়টি “ওপেন সিক্রেট” এবং সংগীতাঙ্গনের অনেকেই জানেন বিষয়টি সম্পর্কে।

এদিকে বিচ্ছেদের পর কনার স্বামী ইফতেখার গহীন সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন যেখানে তিনি উল্লেখ করেন, “আমাদের বিচ্ছেদ হয়নি।” যদিও কিছুক্ষণের মধ্যেই তিনি পোস্টটি সরিয়ে ফেলেন। ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, গহীন সম্পর্ক টিকিয়ে রাখতে চেয়েছিলেন।

বিচ্ছেদ নিশ্চিত করে কনা এক আবেগঘন পোস্টে লেখেন,

“জন্ম, মৃত্যু, বিয়ে—সবই আল্লাহর ইচ্ছা। ঠিক তেমনি যেকোনো বিচ্ছেদও হয় তারই ইশারায়। দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি ও ইফতেখার গহীন ১৬ জুন ২০২৫ তারিখে আমাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছি। এটি আমাদের উভয়ের জন্যই একটি কঠিন সিদ্ধান্ত ছিল, এবং আমরা পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতেই এই পদক্ষেপ নিয়েছি।”

তিনি আরও লেখেন, “আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকব এবং নতুন অধ্যায়ে সম্মানের সঙ্গে এগিয়ে যেতে চাই। আমি আমার গানের ক্যারিয়ারে মনোযোগ দিতে চাই। আশাকরি, আপনারা আমার এই সিদ্ধান্তকে সম্মান করবেন।”

বিচ্ছেদের পর তিনি জানিয়েছেন, নিজের গানের কাজেই মনোযোগ দিতে চান এবং জীবনের এই নতুন অধ্যায়ে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

প্রসঙ্গত, কনা ২০০০ সালের শুরু থেকে সংগীতজগতে সক্রিয়। তার কণ্ঠে ‘দুষ্টু কোকিল’ সহ বহু জনপ্রিয় গান শ্রোতাদের মন জয় করেছে।

বাংলাফ্লো/আফি

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0