Logo

বর্তমানে দেশের যে পরিস্থিতি তাতে নির্বাচন করা সম্ভব না: হিরো আলম

হিরো আলম বলেন, 'কোন দেশের জন্য রাজনীতি করবেন। যে দেশের জনগণ নিয়ে এত কিছু করবেন, সেই দেশের জনগণই ৫টি ভালো কাজ করলেও একটা ভুলে কোনো ছাড় দেয় না।'

ছবিঃ সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

নারায়ণগঞ্জ: রাজনীতিতে আর ফিরবেন না বলে জানিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

শনিবার (১৭ মে) বিকেলে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে শম্ভুপুরা ইউনিয়নে দুর্গাপ্রসাদ এলাকায় স্বপন জেন্টস পার্লার উদ্বোধনী অনুষ্ঠানে হিরো আলম বলেন, ‘আমি চারবার জাতীয় সংসদ নির্বাচন করছি। দুইবার পাসও করছিলাম। বর্তমানে দেশের যে পরিস্থিতি তাতে নির্বাচন করা সম্ভব না। আমি রাজনীতি থেকে চলে আসছি। রাজনীতিতে আর কামব্যাক করব না।’

তিনি আরও বলেন, প্রতিটি লোকের জীবনে স্বপ্ন থাকে। অনেকেই ছোট করে দেখে। ছোট করে দেখার কিছু নেই। যে কোনো স্বপ্নের পিছে লেগে থাকতে পরিশ্রম লাগে। যে কোনো ব্যবসায় লেগে থাকলে একদিন না একদিন সফলতা আসবে। কোনো ব্যবসাকেই ছোট করে দেখবেন না। এই এলাকার ভক্তরা স্বপন ভাইয়ের সেলুনে আসবেন। সবাই দোয়া করবেন যেন স্বপন ভাই ভালো কিছু করে।

হিরো আলম বলেন, কোন দেশের জন্য রাজনীতি করবেন। যে দেশের জনগণ নিয়ে এত কিছু করবেন, সেই দেশের জনগণই ৫টি ভালো কাজ করলেও একটা ভুলে কোনো ছাড় দেয় না। আমি যে দেশের জনগণের জন্য আন্দোলন করলাম সংগ্রাম করলাম। ছাত্র রাজনীতির শুরু থেকে যেখানে অন্যায়, অত্যাচার সেখানে হিরো আলম দাঁড়িয়েছে। বিনিময়ে হিরো আলম মানুষের কাছে কি পাইল? মানুষের লাঞ্চনা, মাইর, ধিক্কার- এছাড়া কি পাইছি। কাদের জন্য লড়ব। ধরেন আইনের কাছে যাবেন, আদালতে যাবেন, আদালতে কার বিরুদ্ধে মামলা করবেন। আদালতেও নিস্তার পাই নাই।

তিনি আরও জানান, দেশের পরিবর্তন নিয়ে বেশ আশাবাদী ছিলেন। তবে এই পরিস্থিতিতে জনগণের জন্য ভালো কিছু করার সুযোগ না থাকায় মিডিয়া নিয়েই কাজ করতে চান তিনি।

বাংলাফ্লো/আফি

Leave a Comment

Comments 0