আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: ইরানের রাজধানী তেহরানের পশ্চিমে এসলামশাহর এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অঞ্চলটিতে সঙ্গে সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির চতুর্থ দিনে ফের বিস্ফোরণের শব্দ শোনা গেল তেহরানে। শুক্রবার শেষ রাতে পশ্চিম তেহরানের এসলামশাহর, শাহরিয়ারসহ বিভিন্ন এলাকায় পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে ইরানভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, বিস্ফোরণের পর অল্প সময়ের মধ্যেই পশ্চিম তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশিত হয়েছে। সেই ভিডিওতে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ক্ষেপণাস্ত্র, ড্রোন কিংবা গোলা ঠিক কোন যুদ্ধাস্ত্র নিক্ষেপের ফলে বিস্ফোরণ ঘটেছে তা এখনো জানা যায়নি। তেমনি কোথা থেকে হামলা করা হয়েছে বা কারা হামলা করেছে এবং হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এসব তথ্যও এখনো অজানা।
প্রসঙ্গত, পরমাণু প্রকল্প নিয়ে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের সংলাপ চলার মধ্যেই ‘ইরান পরমাণু বোমা তৈরির দোরগোড়ায় আছে’ এমন অভিযোগ তুলে ১৩ জুন রাজধানী তেহরান ও অন্যান্য শহরে বিমান অভিযান শুরু করে ইসরায়েল। সেই অভিযানের জবাব দিতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো শুরু করে ইরানও। ১২ দিনের পাল্টাপাল্টি ব্যাপক হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত ২৪ জুন তাদের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।
তথ্য সূত্র : ইরান ইন্টারন্যাশনাল
বাংলাফ্লো/এসকে
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0