Logo

ট্রাম্পকে থামাতে নোবেল দেওয়ার প্রস্তাব ভারতীয় চলচ্চিত্র পরিচালকের

'যদি নোবেল দিয়ে দিলে উনি চুপ হয়ে যান, তবে অবশ্যই তাকে নোবেল দেওয়া হোক। এক অনর্গল বকতে থাকা মানুষটিকে থামানোর জন্য এটি হবে সামান্য বিনিয়োগ।'

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি তো ৪–৫ বার নোবেল পাওয়ার যোগ্য।

ট্রাম্পের নোবেল পাওয়ার এই আকাঙ্ক্ষা নিয়ে ব্যঙ্গ করে মন্তব্য করেছেন ভারতীয় পরিচালক হনসল মেহতা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পকে কটাক্ষ করে তিনি লিখেছেন, যদি নোবেল দিয়ে দিলে উনি চুপ হয়ে যান, তবে অবশ্যই তাকে নোবেল দেওয়া হোক। এক অনর্গল বকতে থাকা মানুষটিকে থামানোর জন্য এটি হবে সামান্য বিনিয়োগ।

সম্প্রতি ট্রাম্প হতাশা প্রকাশ করে বলেন, আমার ৪–৫ বার নোবেল পাওয়া উচিত ছিল, কিন্তু ওরা আমাকে দেবে না। ওটা ওরা শুধু উদারপন্থিদের দেয়।

তার দাবি, তিনি কঙ্গো-রুয়ান্ডা, সার্বিয়া-কসোভো এবং ভারত-পাকিস্তানের মতো বড় বড় দ্বন্দ্ব থামিয়েছেন।

ট্রাম্পের এ ধরনের দাবি ও অভিযোগ ঘিরে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তার মন্তব্যের জবাবেই হনসল মেহতার এই তীব্র ব্যঙ্গাত্মক পোস্ট এখন রসিকতা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

বাংলাফ্লো/আফি

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0