Logo

ফোর্দো পারমাণবিক কেন্দ্রে আবারো নির্মাণকাজ শুরু করেছে ইরান

মার্কিন বোমা হামলার পর ফোর্দো পারমাণবিক কেন্দ্রে ব্যাপক নির্মাণকাজ শুরু করেছে ইরান।

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: গুরুত্বপূর্ণ ফোর্দো পারমাণবিক কেন্দ্রে আবারো নির্মাণকাজ শুরু করেছে ইরান।  স্যাটেলাইট চিত্র প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাক্সার টেকনোলজিসের প্রকাশিত উপগ্রহ ছবিতে এমনটাই দেখা গেছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, মার্কিন বোমা হামলার পর ফোর্দো পারমাণবিক কেন্দ্রে ব্যাপক নির্মাণকাজ শুরু করেছে ইরান।  

২৯ জুনের উপগ্রহ চিত্রে দেখা যায়, ফোর্ডো স্থাপনায় একটি নতুন নির্মিত সড়কের ওপর ভারী নির্মাণযন্ত্র, যেমন খননযন্ত্র (এক্সকাভেটর) ও ক্রেন কাজ করছে। এই সড়কটি সেই এলাকাকে সংযুক্ত করেছে, যেখানে মার্কিন বাহিনী বাঙ্কার-ব্লাস্টার বোমা নিক্ষেপ করেছিল।

পর্বতের ঢাল বরাবর নিচের দিকে আরও নির্মাণযন্ত্র যেমন বুলডোজার এবং ট্রাক সারিসারি ভাবে রাখা হয়েছে। কিছু বুলডোজারের জায়গাটিতে সক্রিয়ভাবে কাজ করার চিত্রও উঠে এসেছে ছবিতে।

নির্মাণকাজ শুধু পাহাড়ি অঞ্চলে নয়, স্থাপনাটির পূর্ব পাশেও চলছে। সেখানে একটি ভবনের ধ্বংসাবশেষে কাজ করছে যন্ত্রপাতি, যেটি ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল—মার্কিন হামলার একদিন পরই সেই হামলা হয়।

পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞ ডেভিড আলব্রাইট জানিয়েছেন, ২৮ জুনের চিত্র বিশ্লেষণ করে ধারণা করা যাচ্ছে, ইরান সেখানে গর্ত ভরাট, ক্ষয়ক্ষতি মূল্যায়ন এবং তেজস্ক্রিয়তা পরিমাপের মতো কাজ চালাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার পর দাবি করেছিলেন, ‘আমরা ইরানের মূল পারমাণবিক সমৃদ্ধিকরণ সুবিধাগুলো ধ্বংস করে দিয়েছি।’

তবে শুক্রবার এক বিবৃতিতে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (IAEA) মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানিয়েছেন, ইরান চাইলে কয়েক মাসের মধ্যেই আবার ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কার্যক্রম শুরু করতে পারে।

সূত্র: বিবিসি

বাংলাফ্লো/আফি

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0