Logo

ইরানের তেহরানে হামলা: ইসরায়েলকে আয়াতুল্লাহ খামেনির কঠোর হুঁশিয়ারি

ভোররাত ৩টার দিকে হামলা হয়েছে বলে জানা গেছে। ছয় থেকে নয়টি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন স্থানীয়রা। হামলা হয়েছে তেহরানের বেশ কয়েটি স্থানে।

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: ইরানের তেহরানে হামলার জন্য ইসরায়েলকে ‘তিক্ত ও যন্ত্রণাদায়ক’ পরিণতির জন্য প্রস্তুত থাকতে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

আজ ১৩ জুন, শুক্রবার ভোররাতে তেহরানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান হোসেইন সালামি ও দুই পরমাণু বিজ্ঞানীসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। হামলা অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

হামলার প্রতিক্রিয়ায় আয়াতুল্লাহ আলী খামেনি একটি বিবৃতি দিয়েছেন। এতে বলা হয়,

আজ ভোরে ইহুদিবাদী সরকার আমাদের প্রিয় দেশে নোংরা ও রক্তাক্ত হাত ব্যবহার করে অপরাধ করেছে। আবাসিক কেন্দ্রগুলোতে হামলা চালিয়ে তারা তাদের আচরণ আগের চেয়েও বেশি প্রকাশ করেছে। এই সরকারকে কঠোর শাস্তি পেতে হবে।

বিবৃতিতে আয়াতুল্লাহ খামেনি বলেন, শত্রুর আক্রমণে বেশ কয়েকজন কমান্ডার এবং বিজ্ঞানী শহীদ হয়েছেন। আল্লাহ চাইলে তাঁদের উত্তরসূরী এবং সহকর্মীরা অবিলম্বে তাঁদের দায়িত্ব পালন শুরু করবেন।

বিবৃতিতে আরও বলা হয়, এই অপরাধের মাধ্যমে ইহুদিবাদী সরকার নিজেদের জন্য একটি তিক্ত ও বেদনাদায়ক পরিণতির জন্য প্রস্তুত করেছে এবং এটি অবশ্যই ভোগ করতে হবে।

ভোররাত ৩টার দিকে হামলা হয়েছে বলে জানা গেছে। ছয় থেকে নয়টি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন স্থানীয়রা। হামলা হয়েছে তেহরানের বেশ কয়েটি স্থানে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, রেভল্যুশনারি গার্ডের সদর দপ্তরে হামলা হয়েছে। হামলা হয়েছে নাতানজ পারমাণবিক স্থাপনায়।

ইসরায়েলি পক্ষে বলা হয়েছে, অদূর ভবিষ্যতে ইসরায়েল ও এর বেসামরিক জনগণের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্রসহ ড্রোন হামলার আশঙ্কা থেকে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় আগাম প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে।

সূত্র: আল জাজিরা ও ইসলামিক রিপাবলিক নিউজ

বাংলাফ্লো/আফি  

Leave a Comment

Comments 0