আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: গভীররাতে ইরানে কয়েক ডজন সামরিক অবকাঠামোতে হামলা চালানোর দাবি করছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)।
শুক্রবার (২০ জুন) আইডিএফের পক্ষ থেকে জানানো হয়, তাদের লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ইরানের পারমাণবিক অস্ত্র তৈরিতে জড়িত প্রতিষ্ঠান প্রতিরক্ষামূলক গবেষণা এবং আধুনিকায়ন সংস্থা (অরগানাইজেশন অব ডিফেন্সিভ ইনোভেশন অ্যান্ড রিসার্চ বা এসপিএনডি)।
গত শুক্রবার তেহরানের পারমাণবিক অবকাঠামো ও সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলি বিমান হামলার মধ্য দিয়ে চলমান সংঘাতের সূচনা। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে-এই অজুহাত দেখিয়ে হামলা চালায় ইসরায়েল। বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে ইরান জানিয়েছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ বেসামরিক কাজের জন্য পরিচালিত হয়।
ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৬৩৯ জন ইরানি নিহত হয়েছেন বলে জানিয়েছে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি। তেল আবিবের অভিযানে তেহরানের শীর্ষ সামরিক-বেসামরিক একাধিক কর্মকর্তা নিহত হয়েছেন।
এদিকে, তেল আবিবের সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে ইরান। তবে সামরিক ঘাঁটির নিকটবর্তী কয়েকটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়ার পর তেহরান দাবি করছে, এটা অনিচ্ছাকৃত আর ইসরায়েলের অভিযোগ, তেহরান ইচ্ছাকৃতভাবেই বেসামরিকদের ওপর হামলা চালিয়েছে।
এখন পর্যন্ত ইরানি হামলায় দুই ডজনের বেশি বেসামরিক ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে তেল আবিব।
সূত্র: ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স
বাংলাফ্লো/আফি
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0