Logo

আরেফিন শুভর অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ বাঁধন

“উৎসব’ ভীষণ ভালো লেগেছে। আর ‘নীলচক্র’-তে আরিফিন শুভ দারুণ অভিনয় করেছেন।”

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক

ঢাকা: সাহসী নারী হিসেবে পরিচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন ব্যাক্তিত্বে বেশ স্পষ্টবাদী। অন্যের প্রশংসা করতে তিনি কখনো কার্পণ্য করেন না।

সম্প্রতি গনমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি অভিনেতা আরেফিন শুভর অভিনয়ের বেশ প্রশংসা করেন, যা এখন নেটিজেনদের আলোচনার কেন্দ্রে রয়েছে।

বর্তমানে এই অভিনেত্রী ব্যস্ত ঈদুল আজহায় মুক্তি পাওয়া তার সিনেমা ‘এশা মার্ডার: কর্মফল’ নিয়ে। এই সিনেমায় তিনিই প্রোটাগনিস্ট চরিত্র। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে বেশ। বাঁধনের অভিনয়ও প্রশংসিত হচ্ছে।

নিজের সিনেমার পাশাপাশি ঈদের বাকি সিনেমাগুলো নিয়েও যথেষ্ট সচেতন তিনি। এরইমধ্যে তিনি দেখে ফেলেছেন ‘উৎসব’, ‘ইনসাফ’ আর ‘নীলচক্র’। সেগুলো নিয়ে কথা বলছেন গণমাধ্যমে।

এই অভিনেত্রী বলেন, “উৎসব’ ভীষণ ভালো লেগেছে। আর ‘নীলচক্র’-তে আরিফিন শুভ দারুণ অভিনয় করেছেন।”

শুধু তাই নয়, শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ শুভর অভিনয় নিয়েও তিনি কথা বলেন।

এ বিষয়ে তিনি বলেন, “বরাবরই শুভ দারুণ অভিনয় করেন। ‘মুজিব’ সিনেমাতেও শুভ খুব ভালো অভিনয় করেছিল।”

শুভর অভিনয়ের প্রশংসা করলেও এই সিনেমার বাজেট নিয়ে প্রশ্ন তুলেছেন বাঁধন। একশো কোটির সিনেমা বলা হলেও আদৌ সেই বাজেটে সিনেমাটি নির্মাণ হয়েছে কিনা, তা নিয়ে সন্দিহান তিনি।

বাংলাফ্লো/আফি

Leave a Comment

Comments 0