Logo

‘সাগরের তীর থেকে’ গান খ্যাত গায়িকা জীনাত রেহানা পরপারে পাড়ি জমিয়েছেন

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি।

ছবি: বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ‘সাগরের তীর থেকে’ গানটি দিয়ে শ্রোতাদের মন জয় করেছিলেন সংগীতশিল্পী জীনাত রেহানা। মন খারাপ করা খবর হচ্ছে প্রখ্যাত এই গায়িকা আর নেই।

বুধবার (২ জুলাই) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি।

জীনাত রেহানার মৃত্যুর খবর সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন শিল্পীর পারিবারিক সূত্র। জানা গেছে, এদিন যোহরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে হবে প্রথম নামাজে জানাজা। বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে তাকে।

১৯৬৪ সালে বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পীর তালিকায় নাম লেখান জীনাত। পরের বছর পথচলা শুরু করেন টেলিভিশনের শিল্পী হিসেবে। ‘সাগরের তীর থেকে’কণ্ঠে তোলেন ১৯৬৮ সালে। বেতারে রেকর্ড করা হয়েছিল গানটি।

‘সাগরের তীর থেকে’ ছাড়াও বেশকিছু জনপ্রিয় গান রয়েছে গায়িকার। এরমধ্যে ‘একটি ফুল আর একটি পাখি বলতো কি নামে তোমায় ডাকি’, ‘আমি কাকন দিয়ে ডেকেছিলেম মুখে লজ্জা ছিল বলে’, ‘কপালে তো টিকলি পরবো না’, ‘আমি যার কথা ভাবছি মনে আনমনে’, ‘আমায় যদি ডাকো কাছে’, ‘কণ্ঠবীণা’, ‘মনে রেখো, স্মৃতি থেকে’ উল্লেখযোগ্য।

বাংলাফ্লো/এইচএম

Leave a Comment

Comments 0