আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: সিরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্থানীয় সময় সোমবার জারি করা আদেশে বলা হয়, সিরিয়ার পুনর্গঠন, সরকার পরিচালনা এবং সামাজিক সংহতি ফিরিয়ে আনতে সহায়ক কিছু প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
এই সিদ্ধান্ত সিরিয়ায় আন্তর্জাতিক বিনিয়োগের পথ খুলে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। উল্লেখযোগ্য যে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতনের ছয় মাস পর এই আদেশ জারি হলো। তবে ট্রাম্প প্রশাসন জানিয়েছে, আসাদ, আইএস, ইরান ও তাদের মিত্রদের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে।
যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ জানায়, ইতোমধ্যে সিরিয়ার ৫১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। যদিও কিছু নিষেধাজ্ঞা ধাপে ধাপে শিথিল করা হবে।
এদিকে কংগ্রেসে ডেমোক্র্যাট ইলহান ওমর এবং রিপাবলিকান আনা পলিনা লুনা যৌথভাবে একটি বিল উত্থাপন করেছেন, যাতে সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা স্থায়ীভাবে প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। বিলটিতে অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকে ‘বিশেষভাবে মনোনীত সন্ত্রাসী’ তালিকা থেকে বাদ দেওয়ার সুপারিশ এবং তাঁর নেতৃত্বাধীন আল-নুসরা ফ্রন্টকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার পর্যালোচনার প্রস্তাব রাখা হয়েছে।
বাংলাফ্লো/আফি
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0