আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: জাতিসংঘের ধারণা, ইসরায়েল ও মার্কিন হামলায় ইরানের ইউরেনিয়াম ভাণ্ডার ক্ষতিগ্রস্ত হয়নি।
বুধবার (২৫ জুন) আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রসি বলেছেন, হামলা শুরু হতেই ইউরেনিয়াম সরিয়ে থাকতে পারে তেহরান।
চলতি সপ্তাহের শুরুর দিকে গ্রসি বলেছিলেন, পারমাণবিক উপাদান ও সরঞ্জাম রক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়ার বিষয়ে ইরানের পক্ষ থেকে সংঘাত শুরুর প্রথম দিনই অর্থাৎ ১৩ জুন একটি ইঙ্গিত পেয়েছিলেন তিনি।
ওই বক্তব্য উল্লেখ করে বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ইরানের পক্ষ থেকে তাদের পদক্ষেপের বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। তবে তাদের বক্তব্যের পরোক্ষ অর্থ থেকে আমরা কেবল ধারণা করতে পারি, তাদের ইউরেনিয়াম ভাণ্ডার টিকে আছে। অবশ্য, পুরো বিষয়টা নিশ্চিত ও যাচাইকরণে আমাদের সেখানে একবার যেতে হবে।
কথিত ১২ দিনের যুদ্ধে ইরানের পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল এবং সপ্তাহান্তে অকস্মাৎ বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এসব হামলায় ক্ষয়ক্ষতি কতটুকু হয়েছে তা বোঝা যায়নি।
গ্রসি আরও বলেছেন, ইরানে একটি প্রতিনিধি দল পাঠানো তার অগ্রাধিকার তালিকায় রয়েছে। তবে ইরানের পার্লামেন্ট বুধবার একটি প্রস্তাব অনুমোদন করেছে, যাতে আইএইএ’র পরিদর্শন কার্যক্রম স্থগিত রাখার কথা বলা হয়েছে।
সংস্থাটি বলেছে, ইরান এখন পর্যন্ত ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় প্রায় ৯০ শতাংশের কাছাকাছি।
সূত্র: ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স
বাংলাফ্লো/আফি
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0