Logo

বাড়িতে ভয়াবহ সন্ত্রাসী হামলায় আহত নায়িকা দিতির কন্যা লামিয়া

প্রয়াত চিত্রনায়িকা দিতির কন্যা লামিয়া সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের নিজ বাড়িতে প্রায় ৪০ জনের একটি সন্ত্রাসী দল তাকে আক্রমণ করে।

নিজস্ব প্রতিবেদক: প্রয়াত চিত্রনায়িকা দিতির কন্যা লামিয়া সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের নিজ বাড়িতে প্রায় ৪০ জনের একটি সন্ত্রাসী দল তাকে আক্রমণ করে। হামলার ফলে তার গাড়ি ভাঙচুর করা হয় এবং পা ভেঙে ফেলা হয়। প্রাণ নিয়ে পালিয়ে ঢাকা ফিরেছেন লামিয়া চৌধুরী।

লামিয়া জানিয়েছেন, জমি দখলের চেষ্টা করায় এই হামলা হয় এবং তিনি প্রাণ নিয়ে কোনরকমে ঢাকায় পৌঁছেছেন। এদিকে ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়ে তিনি বলেছেন, \আমার পাশে কি কেউ নেই?\ তিনি আরও লেখেন, \আমার মা-বাবা মারা গেছে বলে কি কেউ আমার পাশে নেই?\ তবে হামলাকারী বা তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।