Logo

নিজের শ্রবণ ও বাক্‌ জটিলতার কথা প্রকাশ্যে আনলেন ইব্রাহিম আলি খান

ছোটবেলা থেকেই স্পিচ থেরাপি ও প্রশিক্ষণের মাধ্যমে তিনি তার সমস্যাগুলো কাটিয়ে উঠতে চেষ্টা করেছেন এবং এখনও প্রতিনিয়ত সে চেষ্টায় লেগে আছেন।

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক

ঢাকা: সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের ছেলে, নবাগত অভিনেতা ইব্রাহিম আলি খান সম্প্রতি প্রকাশ্যে আনলেন তার দীর্ঘদিনের এক সংগ্রামের কথা। জনপ্রিয় ম্যাগাজিন GQ–কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, জন্মের সময় ভয়াবহ জন্ডিসে আক্রান্ত হয়ে তার শ্রবণশক্তি অনেকটা নষ্ট হয়ে যায়, যার প্রভাব পড়ে তার কথাবলার দক্ষতার উপরও।

ইব্রাহিম বলেন,“জন্মের পরপরই আমার মারাত্মক জন্ডিস হয়, যেটা আমার ব্রেনস্টেমে চলে যায়। এর ফলে অনেকটা শ্রবণশক্তি হারাই এবং কথাবলার সমস্যায় পড়ি।” “আমার কথা বলার দক্ষতা কখনও নিখুঁত ছিল না। আজও আমাকে প্রতিদিন এর উপর কাজ করতে হয়,”

তিনি আরও জানান, ছোটবেলা থেকেই স্পিচ থেরাপি ও প্রশিক্ষণের মাধ্যমে তিনি তার সমস্যাগুলো কাটিয়ে উঠতে চেষ্টা করেছেন এবং এখনও প্রতিনিয়ত সে চেষ্টায় লেগে আছেন।

তাঁর এই পরিস্থিতি সত্ত্বেও, পরিবারের সিদ্ধান্তে তিনি ইংল্যান্ডে বোর্ডিং স্কুলে পড়তে যান। শুরুতে একা একা মানিয়ে নিতে কষ্ট হলেও, পরবর্তীতে সেই অভিজ্ঞতাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়।

“১৪ বছর বয়সে যখন একা থাকতাম, তখন বোর্ডিং স্কুল খুব কঠিন মনে হয়েছিল। তবে ওটাই আমাকে মানুষ করেছে, আমার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে,” জানালেন ইব্রাহিম।

নিজেকে ‘ধনী পরিবারের ছেলে’ হিসেবে তুলে ধরতে অনিচ্ছুক ইব্রাহিম স্পষ্ট করে বলেন, তিনি জীবনযুদ্ধে নিজেই লড়েছেন এবং আজও নিজের সীমাবদ্ধতার সঙ্গে লড়ে যাচ্ছেন।

সুত্র: দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস

বাংলাফ্লো/আফি

Leave a Comment

Comments 0