বিনোদন ডেস্ক
ঢাকা: রিও ডি জেনেইরো, ৪ মে ২০২৫ — আমেরিকান পপ আইকন লেডি গাগা শনিবার রাতে ব্রাজিলের রিও ডি জেনেইরোর কোপাকাবানা সৈকতে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় কনসার্টে পারফর্ম করেছেন। এই ফ্রি কনসার্টে অংশ নেয় আনুমানিক ২১ লাখ মানুষ, যা দেশের পর্যটন এবং অর্থনীতির জন্য এক বিরাট প্রাপ্তি।
প্রায় ৫ লাখেরও বেশি পর্যটক শুধু এই কনসার্ট দেখার জন্য রিওতে আসেন। শহরটির অর্থনৈতিক মন্দা ও জননিরাপত্তা সংকট সামাল দিতে স্থানীয় সরকার মে মাসে এমন বড় পরিসরের ফ্রি কনসার্ট আয়োজন করছে, যা বার, হোটেল ও রেস্টুরেন্ট খাতে প্রাণ ফিরিয়ে আনতে সহায়ক।
লেডি গাগা সর্বশেষ ব্রাজিলে পারফর্ম করেছিলেন ২০১২ সালে। ২০১৭ সালে 'রক ইন রিও' উৎসবে তার অংশ নেওয়ার কথা থাকলেও স্বাস্থ্য সমস্যার কারণে তা বাতিল করেন। তিনি বলেন, “আমি অনেক বছর সময় নিয়েছি নিজেকে সুস্থ করে তোলার জন্য। ব্রাজিলবাসী আমাকে যেভাবে অপেক্ষা করেছে, তার জন্য আমি কৃতজ্ঞ।”
গাগা তার জনপ্রিয় গান 'ব্লাডি ম্যারি', 'অ্যাব্রাকাডাবরা', 'পোকার ফেস' দিয়ে মঞ্চ মাতান। তিনি আরও বলেন, “আজকের এই ইতিহাস সৃষ্টিতে আমি একা নই, ব্রাজিলের মানুষই আমাকে আলোতে এনে দিয়েছে।”
সাও পাওলো থেকে আট ঘণ্টার বাস জার্নি করে আসা ২৫ বছর বয়সী ভক্ত মাতেউস সিলভেস্ট্রোনি বলেন,
“আমি ছোটবেলায় স্থূলকায় এবং সমকামী হওয়ায় অনেক হেনস্তার শিকার হয়েছিলাম। কিন্তু গাগার গান আমাকে আত্মবিশ্বাস দিয়েছে — আমি ঠিকই আছি, আমি কোনো ‘ফ্রিক’ নই, কারণ আমি Born This Way।”
কনসার্টটি রিওর অর্থনীতিতে আনুমানিক ৬০০ মিলিয়ন রিয়েলস (প্রায় ৮০ মিলিয়ন পাউন্ড) আর্থিক সুবিধা এনে দিতে পারে বলে মনে করছে শহর কর্তৃপক্ষ। এই কনসার্ট আয়োজনের নিরাপত্তায় মোতায়েন করা হয় ৩,৩০০ সামরিক সদস্য, ১,৫০০ পুলিশ এবং ৪০০ দমকল বাহিনীর সদস্য।
কোপাকাবানায় ম্যাডোনার ২০২৪ সালের কনসার্টে ১৬ লাখ দর্শক উপস্থিত ছিলেন, সেটিও ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে বড় কনসার্ট। রিও সিটি কর্পোরেশন ঘোষণা দিয়েছে, ২০২৮ সাল পর্যন্ত প্রতি বছর মে মাসে এ ধরনের বড় ফ্রি কনসার্ট আয়োজন অব্যাহত থাকবে।
সূত্র: রয়টার্স
বাংলাফ্লো/আফি
Comments 0