Logo

মাহির আবেগময় স্ট্যাটাসে সরগরম নেটপাড়া

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি সংক্ষিপ্ত বার্তা পোস্ট করেন তিনি। সেখানে তিনি লেখেন, “একটু আদরে আমাকে রাখো।”

ছবিঃ সংগৃহীত (কোলাজ)

বাংলাফ্লো বিনোদন

ঢাকা: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি অভিনয়গুণে ও পরিশ্রম দিয়ে এক যুগেরও বেশি সময় ধরে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ ছবির মাধ্যমে রূপালি পর্দায় তার যাত্রা শুরু। এরপর থেকে একের পর এক ব্যবসাসফল ও প্রশংসিত সিনেমায় অভিনয় করে হয়ে উঠেছেন দেশের শীর্ষ নায়িকাদের একজন।

তবে কেবল অভিনয়েই নয়, ব্যক্তিজীবন নিয়েও মাহি প্রায়ই থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। গত বছরের ফেব্রুয়ারিতে এক ফেসবুক লাইভে এসে তিনি জানান, স্বামী রকিব সরকারের সঙ্গে তার দাম্পত্য সম্পর্কে বিচ্ছেদ ঘটেছে। সেই থেকে একক জীবনই বেছে নিয়েছেন এই নায়িকা। এই এক বছর নিজের সন্তান ও কাজ নিয়েই ছিলেন ব্যস্ত।

এরইমধ্যে হঠাৎ করে এক রহস্যময় ফেসবুক স্ট্যাটাসে ফের আলোচনায় মাহি। ৩০ এপ্রিল, বুধবার ভোর ৫টা ৪৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি সংক্ষিপ্ত বার্তা পোস্ট করেন তিনি। সেখানে তিনি লেখেন, “একটু আদরে আমাকে রাখো।” আর সঙ্গে যুক্ত করেন একটি লাল হৃদয়ের ইমোজি।

সামান্য এই স্ট্যাটাসটিই নেটিজেনদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে বহুগুণে। অনেকেই ধরে নিচ্ছেন, মাহির জীবনে বুঝি নতুন কারো আবির্ভাব ঘটেছে। আবার কেউ কেউ বলছেন, এটি হয়তো নিছকই আবেগমাখা একটি কবিতার পঙ্‌ক্তি বা নিজের মনের ভাব প্রকাশ। তবে মাহিকে চেনেন যারা, তারা জানেন—প্রেম হোক বা বিচ্ছেদ, মাহি সবসময়ই স্পষ্টবাদী। গোপনে কিছু রাখার মানুষ তিনি নন।

তাই ভক্ত-অনুরাগীদের মনে এখন একটাই প্রশ্ন—তবে কি আবারও প্রেমে পড়লেন মাহিয়া মাহি? উত্তর আপাতত অজানাই। কারণ এই রহস্যময় স্ট্যাটাসের অর্থ কিংবা প্রেক্ষাপট এখনও পরিষ্কার নয়।

বাংলাফ্লো/আফি


Leave a Comment

Comments 0