Logo

কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার!

তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক

ঢাকা: জনপ্রিয় কন্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১২ মে) রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেফতার করে বলে নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।

তিনি বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা মমতাজ বেগমকে গ্রেফতার করি। তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। তদন্তের স্বার্থে এর বেশি কিছু এখনই বলা যাচ্ছে না। তবে তাকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে তোলা হবে।”

উল্লেখ্য, মমতাজ বেগম সংসদীয় আসন মানিকগঞ্জ ২ থেকে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্থাৎ পরপর দুইবার সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছিলেন।

বাংলাফ্লো/আফি

Leave a Comment

Comments 0