Logo

যে কারণে ১৮ দিন ধরে সমস্যায় শ্রেয়া ঘোষাল

বেশ ভালোই বিপাকে পড়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। প্রায় ১৮ দিন হতে চলল তার এক্স হ্যান্ডেলটি হ্যাক হয়েছে।

বিনোদন ডেস্ক: বেশ ভালোই বিপাকে পড়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। প্রায় ১৮ দিন হতে চলল তার এক্স হ্যান্ডেলটি হ্যাক হয়েছে। অথচ এখনও পর্যন্ত মেলেনি সুরাহা। অভিযোগ জানিয়েও লাভ হয়নি। এবার সেই কথাই ইনস্টাগ্রামে এক বিবৃতিতে জানালেন শ্রেয়া।

গায়িকা লেখেন, আমার এক্স অ্যাকাউন্টটি গত ১৩ ফেব্রুয়ারি হ্যাক হয়ে যায়। আমার ক্ষমতা অনুযায়ী আমি এক্স টিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। কিন্তু প্রতিবার অটো জেনারেটেড মেসেজ। কোনও সুরাহা মেলেনি। আমি অ্যাকাউন্টটি মুছতেও পারছি না, কারণ লগইনই করতে পারছি না।

শ্রেয়া আরও যোগ করেন, ওই অ্যাকাউন্ট থেকে যদি কোনও লিঙ্ক শেয়ার করা হয় তা দয়া করে ক্লিক করবেন না। এছাড়া সেখান থেকে আসা কোনও মেসেজের দায়ও আমার নয়। সব আসলে স্প্যাম, লোক ঠকানোর কৌশল। যদি সবটা ঠিক করতে পারি তবে ব্যক্তিগতভাবে এক ভিডিওর মাধ্যমে সবটা জানিয়ে দেব।

শ্রেয়ার সঙ্গে ঘটা এই ঘটনায় অসন্তুষ্ট ভক্তরা। তারা আরও ক্ষুব্ধ, গায়িকা কোনো সাহায্য পাচ্ছেন না এমন খবরে।

ভক্তদের বক্তব্য, শ্রেয়া একজন তারকা। তার সঙ্গেই যদি এমনটা ঘটে তবে বাকিদের কী হবে, ভাবতে পারছেন? অতি দ্রুত এই সমস্যা থেকে মুক্তি পান শ্রেয়া, এমনটাই চাইছেন সকলে।

জেবি