Logo

১ বছর আগেই শেফালী জরিওয়ালার মৃত্যুর ভবিষ্যদ্বাণী করেছিলেন জ্যোতিষী!

২০২৪ সালে জ্যোতিষী ও পডকাস্টার পরেশ ছাবড়ার শোতে অতিথি হয়ে গিয়েছিলেন শেফালী। সেখানেই জন্মছক হাতে নিয়ে পরেশ বলেন, “চন্দ্র এবং কেতু অষ্টম ঘরে থাকা মারাত্মক বিপজ্জনক।

ফাইল ছবি

বিনোদন ডেস্ক

ঢাকা: মাত্র ৪২ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন ‘কাঁটা লাগা গার্ল’ শেফালী জরিওয়ালা।

শুক্রবার (২৭ জুন) গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার।  

২০২৪ সালেই ভারতীয় এক জ্যোতিষী শেফালীর জন্মছক দেখে তার আকস্মিক মৃত্যুর আভাস দিয়েছিলেন। অভিনেত্রীর মৃত্যুর পর সেই ভিডিও এখন ভাইরাল নেটদুনিয়াতে।

২০২৪ সালে জ্যোতিষী ও পডকাস্টার পরেশ ছাবড়ার শোতে অতিথি হয়ে গিয়েছিলেন শেফালী। সেখানেই জন্মছক হাতে নিয়ে পরেশ বলেন, “চন্দ্র এবং কেতু অষ্টম ঘরে থাকা মারাত্মক বিপজ্জনক। এর সঙ্গে বুধ থাকলে বিপদ আরও বাড়ে। চন্দ্র, কেতু এবং বুধের এই অবস্থান আকস্মিক মৃত্যু বা বড় ক্ষতির ইঙ্গিত দেয়। শেফালী, আপনার জন্মছকে চন্দ্র এবং কেতু অষ্টম ঘরে বসে আছে, যা ভীষণ বিপজ্জনক।”

ভিডিওতে দেখা যায়, মন দিয়ে কথাগুলো শুনছিলেন শেফালী। যদিও তিনি জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করেন কিনা, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি।

তবে অভিনেত্রীর মৃত্যুর পর পরেশ ছাবড়ার পডকাস্টের সেই অংশ দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ওই পডকাস্টেই শেফালী জানিয়েছিলেন, ১৫ বছর বয়স থেকে মৃগীরোগে আক্রান্ত ছিলেন তিনি। জীবনের নানা গুরুত্বপূর্ণ সময়ে এই রোগ কীভাবে তাকে পিছিয়ে দিয়েছে, সে কথাও শেয়ার করেছিলেন অভিনেত্রী।

শেফালী জানিয়েছিলেন, মৃগীরোগের কারণে বলিউডে স্থায়ীভাবে জায়গা তৈরি করা তার পক্ষে কঠিন হয়ে গিয়েছিল। ২০০২ সালে ‘কাঁটা লাগা’ গানে বোল্ড উপস্থিতি দিয়ে জনপ্রিয়তা পেলেও, বারবার মৃগীরোগে আক্রান্ত হওয়ার কারণে বড় সুযোগ হাতছাড়া হয় তার।

পুরনো জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী সত্যি হয়ে যাওয়ায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বাংলাফ্লো/আফি

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0